প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৮ (ঢাকা বিভাগ)

প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৮ (ঢাকা বিভাগ)

পরীক্ষা অনুষ্ঠিত হয় : ২০০৮
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৯০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০

বি: দ্র: প্রত্যেক প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ (রচনামূলক)-৫০

[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]

৪১. ইংরেজিতে অনুবাদ করুন: ১০
  • ক. বলা সহজ কিন্তু করা কঠিন।
  • খ. পরিশ্রম কর, না হলে উন্নতি করতে পারবে না।
  • গ. সমস্ত ব্যাপারটা নিয়ে আমি গভীরভাবে চিন্তা করছিলাম।
  • ঘ. পৃথিবীর জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে, তাই নয় কি ?
  • ঙ. আমাদের পরিবেশের জন্য বাতাস একটি প্রয়োজনীয় উপাদান।
  • চ. সে হাঁপাতে হাঁপাতে এখানে এলো।
  • ছ. আমি সত্যটি জানতে চাই।
  • জ. যে কাজ হাতে নেবে তা সম্পন্ন করা উচিত।
  • ঝ. সে সব কথা খুলে বললো।
  • ঞ. তার সাথে আমার আলাপ নেই।
৪২. বাংলায় অনুবাদ করুন: ১০
  • a. Will this colour fade ?
  • b. We had a heart to heart talk.
  • c. Our school breaks up at 4:30 P.M.
  • d. Many rivers, big and small, flow through Bangladesh.
  • e. The ceremony went off smoothly.
  • f. The authorities set aside our entire claim.
  • g. Everyone of us should work for the progress of motherland.
  • h. He knows everything by himself.
  • i. It has been settled that I should.go.
  • j. The miscreants set fire to the house.
৪৩. নিচের যে-কোন একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশ লাইন):
  • ক. একটি বর্ষণমুখর সন্ধ্যা;
  • খ. বাংলা নববর্ষ।
৪৪. নিচের যে-কোন একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশ লাইন):
  • a. Birds of Bangladesh:
  • b. A powerful nation.
৪৫. ভাব ঠিক রেখে নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন করুন:
  • ক. অরণ্য (সন্ধি বিচ্ছেদ):
  • খ. মনমাঝি (ব্যাসবাক্যসহ সমাসের নাম):
  • গ. মাঠে মারা যাওয়া (বাক্য রচনা):
  • ঘ. তেজ (বিপরীত শব্দ):
  • ঙ. মৃত্যুকাল পর্যন্ত (এক কথায় প্রকাশ):
৪৬. Change the following words/sentences as directed:
  • a. Beggar description (make sentence):
  • b. Ups and downs (make sentence):
  • c. He is too weak to move (make it negative):
  • d. When will you write the letter? (change the voice):
  • e. He said, "Friends, please help me." (make indirect speech):
৪৭. একজন দোকানদার ক্রয়মূল্যের উপর ২৫% লাভ রেখে বাকিতে জিনিস বিক্রি করেন। কিন্তু নগদ মূল্য পেলে ক্রেতাকে উক্ত বিক্রয়মূল্যের উপর ৭% ছাড় দেন। দোকানদার নগদমূল্যে বিক্রি করলে শতকরা কত লাভ হয় ?
৪৮. সমাধান করুন:

x - 2y = 1, x² + 5xy = 24

নবীনতর পূর্বতন