প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৮ (চট্রগ্রাম বিভাগ)
পরীক্ষা অনুষ্ঠিত হয় : ২০০৮
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৯০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০
বি: দ্র: প্রত্যেক প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ (রচনামূলক)-৫০
[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]
৪১. ইংরেজিতে অনুবাদ করুন:
১০
- ক. উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো ।
- খ. অসৎ ব্যক্তি উন্নতি করলেও পরিণামে সে কষ্ট ভোগ করে।
- গ. আমাদের ভাল ভাল বই পড়া এবং সৎলোকের সাহচর্যে থাকা উচিত।
- ঘ. শিক্ষা মানুষকে দায়িত্বশীল করে তোলে।
- ঙ. ঢাকা থেকে সিলেটগামী বিমান যাত্রীতে বোঝাই।
- চ. আর অপেক্ষা না করে তুমি বরং যাও।
- ছ. ভালো স্বাস্থ্যের জন্য সুষম খাদ্য খুবই দরকার।
- জ. বন্যপ্রাণী সংরক্ষণ করা প্রত্যেক সচেতন নাগরিকের কর্তব্য।
- ঝ. বিদ্যা অনন্ত, জীবন সংক্ষিপ্ত।
- ঞ. অতিরিক্ত ব্যায়াম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
৪২. বাংলায় অনুবাদ করুন:
১০
- a. His health broke down under pressure of work.
- b. Fortune smiled upon me finally.
- c. He laid down his life for the country.
- d. Intense cold turns water into ice.
- e. We speak and dream in this language.
- f. Have you ever been to Australia before?
- g. His devotion to truth was manifested in his words & deeds.
- h. Either do the work attentively or give it up.
- i. No sooner had he gone out than the storm started blowing.
- j. The matter has gone out of my hand.
৪৩. নিচের যে কোন একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশ লাইন):
৫
- ক. একটি আদর্শ পৃথিবী;
- খ. বৈশাখী মেলা।
৪৪. নিচের যে কোন একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশ লাইন):
৫
- ক. Necessity is the mother of invention.
- খ. Rainy season of Bangladesh.
৪৫. ভাব ঠিক রেখে নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন করুন:
৫
- ক. পরীক্ষা (সন্ধি-বিচ্ছেদ):
- খ. কানাকানি (ব্যাসবাক্যসহ সমাসের নাম):
- গ. দুধের মাছি (বাক্য রচনা):
- ঘ. উদ্ধত (বিপরীত শব্দ):
- ঙ. অক্ষির অগোচরে (এক কথায় প্রকাশ):
৪৬. Change the following words/sentences as directed:
৫
- a. Beyond doubt (make sentence):
- b. Fag end (make sentence):
- c. Man is mortal (make it negative):
- d. We must listen to his words (change the voice):
- e. He said, what a nice picture it is! (make indirect speech):
৪৭. একজন দোকানদার ক্রয়মূল্যের উপর ৩০% লাভ রেখে বাকিতে জিনিস বিক্রি করেন। কিন্তু নগদ মূল্য পেলে ক্রেতাকে উক্ত বিক্রয় মূল্যের উপর ৫% ছাড় দেন। দোকানদার নগদমূল্যে বিক্রি করলে তার শতকরা কত লাভ হয় ?
৫
৪৮. সমাধান করুন:
৫
x + 2y = 5, 2x² + y² = 6