প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৫ (সকল বিভাগ)

প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৫ (সকল বিভাগ)

পরীক্ষার তারিখ : ২০০৫
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৮০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০

বি: দ্র: প্রত্যেক প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ (রচনামূলক)-৪০

[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]

৪১. ইংরেজিতে অনুবাদ করুন:
  • ক. স্বাস্থ্য রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য।
  • খ. স্বাস্থ্য ভাল না থাকলে আমরা কোন কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি না।
  • গ. কারণ মন ও শরীর অতি ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত।
  • ঘ. সুস্থ শরীরেই সুস্থ মন বিরাজ করে ।
  • ঙ. মনকে সুস্থ রাখতে হলে শরীরকে সুস্থ রাখা প্রয়োজন ।
  • চ. তাহলে শরীর ও মন কার্যক্ষম থাকবে।
  • ছ. স্বাস্থ্যবান গরীব ভগ্নস্বাস্থ্য ধনীর চেয়ে সুখী।
  • জ. স্বাস্থ্যের উপরই সকল সুখ নির্ভর করে ।
৪২. বাংলা অনুবাদ করুন:
  • ক. There are a number of reasons why man hunts animals.
  • খ. One is the need to provide food for himself and his family.
  • গ. Another is the desire to use the animals' skin or fur or horns.
  • ঘ. Some animals are hunted because they are pests.
  • ঙ. Some animals are hunted because they are rare and valuable.
  • চ. Animals are hunted because this pursuit provides some men with adventure and excitement.
  • ছ. Can you give examples of each of these categories ?
  • জ. Can you think of any other reasons why men hunt animals ?
৪৩. নিচের যে-কোন একটি বিষয়ের উপর ইংরেজিতে অনুচ্ছেদ লিখুন :-
  • ক. International Mother Language Day:
  • খ. Traffic Jam;
  • গ. Discipline.
৪৪. ভাব-সম্প্রসারণ করুন:-

যে জন দিবসে মনের হরষে
জ্বালায় মোমের বাতি
আশুগৃহে তার দেখিবে না আর
নিশীথে প্রদীপ ভাতি ।

৪৫. উৎপাদকে বিশ্লেষণ কর:-

2x² + 7xy - 15y²

৪৬. কোন শ্রেণীতে ছাত্রদের মধ্যে ২৪ জন পদার্থ, ২৩ জন রসায়ন, ২০ জন গণিত, ১৩ জন পদার্থ ও রসায়ন, ১১ জন পদার্থ ও গণিত, ৬ জন রসায়ন ও গণিত এবং ৫ জন তিনটি বিষয়ই নিয়েছে। প্রত্যেক ছাত্রকেই উক্ত বিষয়গুলোর অন্তত একটি নিতে হয়েছে। ঐ শ্রেণীতে ছাত্রসংখ্যা কত ?
৪৭. নির্দেশানুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:-
  • ক. Every mother loves her child. (Change to negative).
  • খ. By and by. (Make sentence with the idiom indicating its meaning).
  • গ. I accede---his request. (Fill up the blank).
৪৮. নির্দেশানুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:-
  • ক. ছল করে কাঁদা (এক কথায় প্রকাশ):
  • খ. অন্বেষণ (সন্ধি বিচ্ছেদ):
  • গ. সুপ্ত (বিপরীতার্থক শব্দ দিয়ে বাক্য রচনা):
নবীনতর পূর্বতন