প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৭ (খুলনা বিভাগ)

প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৭ (খুলনা বিভাগ)

পরীক্ষার তারিখ : ২০০৭
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৯০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০

বি: দ্র: প্রত্যেক প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ (রচনামূলক)-৫০

[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]

৪১. ইংরেজিতে অনুবাদ করুন: ১০
  • ক. জ্ঞানার্জনের জন্য আমরা বিদ্যালয়ে যাই।
  • খ. ভিসা পাওয়ার পর আমার ভাই সৌদী আরব যাবে।
  • গ. স্বাস্থ্য রক্ষার নিয়মকানুন পালন না করে তুমি সুস্বাস্থ্য বজায় রাখতে পারো না।
  • ঘ. প্রধান শিক্ষকের স্বাক্ষর করা চিঠিখানা ডাকে পাঠানো হয়েছে।
  • ঙ. চার ঘণ্টা চলার পর ট্রেনটি ময়মনসিংহ পৌঁছাবে।
  • চ. তুমি কি কখনো কক্সবাজার গিয়েছে ?
  • ছ. একজন লোক সকলের মন রক্ষা করতে পারে না।
  • জ. আমি বরং না খেয়ে থাকব তবু চুরি করব না।
  • ঝ. লোকটি শিয়ালের মতো ধূর্ত।
  • ঞ. আমি বিদ্যালয়ে পৌঁছার পর ঘণ্টা বাজলো।
৪২. বাংলায় অনুবাদ করুন: ১০
  • a. Man has accomplished many great tasks.
  • b. All the tasks have been made possible by dint of collective endeavour.
  • c. We shall have to bear in mind that unity is strength.
  • d. Our total environment influences our life and our way of living.
  • e. The main elements of hüman environment are men, animals, plants, soil, air and water.
  • f. If you work with determination you will be successful.
  • g. Without making an effort, nobody can succeed.
  • h. We should refrain from speaking ill of others.
  • i. The Headmaster prohibited us from making a noise.
  • j. The Tajmahal of Agra is a wonder to the world.
৪৩. নিচের যে কোন একটি বিষয় অবলম্বনে বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্য):
  • ক. তথ্যই শক্তি;
  • খ. কালো টাকা;
  • গ. ইন্টারনেট যোগাযোগ
৪৪. নিচের যে কোন একটি বিষয় অবলম্বনে ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্য):
  • a. Corruption free Bangladesh:
  • b. Self-reliance;
  • c. Fishing as a hobby.
৪৫. ভাব ঠিক রেখে নিচের শব্দ/ বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন করুন:
  • ক. দুর্দান্ত (সন্ধি-বিচ্ছেদ):
  • খ. পঞ্চানন (ব্যাসবাক্যসহ সমাস):
  • গ. উৎকণ্ঠা (বিপরীত শব্দ):
  • ঘ. আঠারো মাসে বছর (বাক্য রচনা):
  • ঙ. প্রিয় কথা বলে যে রমণী (এক কথায় প্রকাশ):
৪৬. Change/use the following words/sentences as directed:
  • a. Nip in the bud (make sentence):
  • b. Pull well with (make sentence):
  • c. Only Allah can help us (make it negative):
  • d. You told me that he was a cheat, (make it interrogative):
  • e. He said to me, 'Let us go home' (make indirect speech):
৪৭. একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয় মূল্য ৪০ টাকা বেশি হলে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয় মূল্য কত?
৪৮. সমাধান কর:
5 4 x - 15 = 2 3 x + 1
নবীনতর পূর্বতন