প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৭-(খুলনা বিভাগ)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৭-(খুলনা বিভাগ)

পরীক্ষার তারিখ : ০৭ সেপ্টেম্বর, ২০০৭
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৯০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০

বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ রচনামূলক প্রশ্ন

[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৫০ ]

৪১. ইংরেজিতে অনুবাদ করুন : ১০
৪২. বাংলায় অনুবাদ করুন : ১০
৪৩. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
  • ক. নিরক্ষরতা দূরীকরণ
  • খ. প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণে বনভূমি
  • গ. আন্তর্জাতিক শিশু দিবস
৪৪ . নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
  • ক. Duty to Parents
  • খ. Early Rising
  • গ. A Postman
৪৫. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন করুন:
  • ক. নায়ক (সন্ধি বিচ্ছেদ)
  • খ. কমলাক্ষি (ব্যাসবাক্যসহ সমাসের নাম)
  • গ. অরণ্যে রোদন (বাক্য রচনা)
  • ঘ. সমষ্টি (বিপরীতার্থক শব্দ)
  • ঙ. যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না (এক কথায় প্রকাশ)
৪৬. Make sentences with:
  • a. Go to dogs
  • b. Write off
  • c. Out of sorts
  • Change the gender of
  • d. Mare:
  • e. Fox:
৪৭. x³ - x² - 3x - 9, x³ - 2x² - 2x - 3
৪৮. একটি চৌবাচ্চা ৬ ঘণ্টায় পূর্ণ হয়। তলায় ছিদ্র হওয়ায় এটা পূর্ণ হতে ২ ঘণ্টা সময় বেশি লাগে। পূর্ণ চৌবাচ্চা ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে?
أحدث أقدم