প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৭-(বরিশাল বিভাগ)
পরীক্ষার তারিখ: ০৭ সেপ্টেম্বর, ২০০৭
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৯০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০
বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ রচনামূলক প্রশ্ন
[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৫০ ]
৪১. ইংরেজিতে অনুবাদ করুন :
১০
- ক. নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে করে বাড়ছে।
- খ. বন্যার পিছনে পিছনে দুর্ভিক্ষ এসে উপস্থিত হলো।
- গ. করিম সাহেব ১৯৭০ সাল থেকে শহরে বাস করছেন।
- ঘ. ইচ্ছা হয় আকাশে উড়ি ।
- ঙ. তোমাকে এই বদ অভ্যাস ছাড়তে হবে।
- চ. সকালে যাত্রা করলে তারা এতক্ষণ পৌছাতে পারতো ।
- ছ. সকাল হতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
- জ. তাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না। .
- ঝ. সে এবার পরীক্ষা দেবে, তাই না?
৪২. বাংলায় অনুবাদ করুন :
১০
- a. It is foolish to run after impossible things.
- b. His room is always kept trim and tidy.
- c. I began to tremble in that biting cold.
- d. The flag is fluttering in the breeze.
- e. At this he burst into a roar of laughter.
- f. At this there was a great row all over the village.
- g. That night the moon was not visible in the sky.
- h. I have none of my own in this world.
- i. They had been getting the poem by heart for two hours
- j. Trees are the most important and useful gift of nature.
৪৩. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমতো পরিবর্তন করুন:
৫
- ক. আমি দশ হাজার টাকা মাইনে পাই। (কর্মবাচ্য)
- খ. তস্কর। (সন্ধি বিচ্ছেদ)
- গ. আমার সোনার ধানে গিয়েছে ভরি। (কারক ও বিভক্তি)
- ঘ. যাতায়াত (ব্যাসবাক্যসহ সমাসের নাম)
- ঙ. অরণ্যে রোদন (বাক্য রচনা)
৪৪. Change the following words/sentences as per instruction.
৫
- a. In no time (Make a sentence)
- b. Every mother lowes her child. (Change to negative)
- c. Open the door (Indirect narration)
- d. My all books are stolen. (Correct the sentence)
- e. He is not taller than some other persons in the city. (Positive)
৪৫. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. ঈদে ঘরে ফেরা
- খ. বৈশাখী উৎসব
- গ. মরণোত্তর চক্ষুদান
৪৬ . নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. Flood in Bangladesh
- খ. Your Native Village
- গ. Moral Courage
৪৭. একজন দোকানদার ক্রয়মূল্যের ওপর ৩৫% লাভ রেখে বাকিতে জিনিস বিক্রি করেন। কিন্তু নগদ মূল্য পেলে ক্রেতাকে উক্ত বিক্রয়মূল্যের ওপর ১০% বাদ দিয়ে থাকেন। নগদ মূল্যে বিক্রি করলে তার কত লাভ হয় ?
৫
৪৮. x = √3+√2 হলে, এর মান কত ?
৫