প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৬-(সিলেট বিভাগ)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৬-(সিলেট বিভাগ)

পরীক্ষার তারিখ : ০১ ডিসেম্বর, ২০০৬
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৭৫
ক অংশ : নৈর্ব্যক্তিক-৩৫

বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ রচনামূলক প্রশ্ন

[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৪০ ]

৩৬. ইংরেজিতে অনুবাদ করুন :
  • ক. ভদ্রমহিলা তার মেয়ের প্রশংসায় পঞ্চমুখ।
  • খ. আমি প্রত্যেকদিন আমার মাকে খবরের কাগজ পড়ে শোনাই।
  • গ. গুজবে কান দেয়া উচিত নয়।
  • ঘ. স্বাস্থ্যের ওপরই সকল সুখ নির্ভর করে ।
  • ঙ. কালক্রমে সে বিখ্যাত বক্তা হয়ে উঠল।
  • চ. সবার সাথে খাপ হয়ে চলা কত না কঠিন।
  • ছ. তার স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না।
  • জ. তার জুতো মেরামত করা প্রয়োজন।
৩৭. বাংলায় অনুবাদ করুন :
  • a. He should go through his home work and attend school regularly.
  • b. Bangladesh is populous country, isn't he?
  • c. The load was too heavy for the porter to carry.
  • d. Don't wait an longer, rather you go
  • e. There is no great misfortune in life than bliainess
  • f. if you were a little more careful you could do better in the examination.
  • g. I cannot do even for a moment without him.
৩৮. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
  • ক. একুশে বইমেলা;
  • খ. প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণে তুমি;
  • গ. একটি চমৎকার স্বপ্ন
৩৯. নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
  • ক. Climate Change.
  • খ. Traffie Jam
  • গ. Empowerment of Women.
৪০. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশ মতো পরিবর্তন করুন:
  • ক. দুর্যোগ (সন্ধি-বিচ্ছেদ);
  • খ. বিজয় পতাকা (ব্যাসবাক্যসহ সমাসের নাম):
  • গ. অবনত (বিপরীতার্থক শব্দ):
  • ঘ. চোখের বালি (বাক্য রচনা)
  • ঙ. যা সহজে অতিক্রম করা যায় না (এক কথায় প্রকাশ)
৪১. Change the following words/sentences as per instruction.
  • a. Pin money (make sentence)
  • b. Only he can do the work. (make it negative)
  • c. Father said to me. "May you pass the Examination" (Make indirect speech)
  • d. Do not hate the poor. (Passive voice)
  • e. If I had a typewriter. I (type) myself. (Correct the sentence)
৪২. এক ব্যক্তি প্রতি ১০০টি ২৫০ টাকা হিসেবে ১০০০টি আম কিনে তার অর্ধেক প্রতি ১০০টি ৩০০ টাকা হিসেবে বিক্রয় করে। বাকি যা ছিল তার অর্ধেক প্রতি ১০০টি ২৫০ টাকা হিসেবে এবং বাকিগুলো প্রতি ১০০টি ২০০ টাকা হিসেবে বিক্রয় করে। এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো' ?
নবীনতর পূর্বতন