প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৬-(পিইডিপি-২)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৬-(পিইডিপি-২)

পরীক্ষার তারিখ : ১৭ ফেব্রুয়ারি, ২০০৬
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৭৫
ক অংশ : নৈর্ব্যক্তিক-৩৫

বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ রচনামূলক প্রশ্ন

[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৪০ ]

৩৬. ইংরেজিতে অনুবাদ করুন :
  • ক. তিনি চিরদিনের জন্য দেশ ছেড়ে চলে গেলেন।
  • খ. বালকটি ইংরেজি শিখতে আগ্রহী।
  • গ. কি করে সাইকেল চালাতে হয় তিনি আমাকে দেখালেন।
  • ঘ. আমাদের বাড়ির সামনে একটি গাছ আছে।
  • ঙ. ফুটবল দলে এগারো জন খেলোয়াড় থাকে।
  • চ. কেউ জানে না সে কখন আসবে।
  • ছ. সে জিজ্ঞেস করেছিল আমি কোথায় যাচ্ছিলাম।
  • জ. আমার কি করা উচিত অনুগ্রহ করে বলুন।
৩৭. বাংলায় অনুবাদ করুন :
  • a. Today you are lucky.
  • b. Your children will be luckier.
  • c. You need not work as hard as your father did.
  • d. Bangladesh is a demoèratic country.
  • e. In democracy any boy or girl can become the most Important person in the land.
  • f. He does not need money.
  • g. He does not need powerful friends.
৩৮. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
  • ক. নিরাপদ পানি
  • খ. গ্রামের ডাক্তার
  • গ. টেলিভিশন
৩৯. নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
  • ক. My Loving Mother:
  • খ. Good Manners:
  • গ. Empowerment of Women.
৪০. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশ মতো পরিবর্তন করুন:
  • ক. পবন (সন্ধি-বিচ্ছেদ);
  • খ. হাঁটুজল (ব্যাসবাক্যসহ সমাসের নাম):
  • গ. তিমির (বিপরীতার্থক শব্দ):
  • ঘ. ঘোড়ারোগ (বাক) রচনা)
  • ঙ. যিনি যুদ্ধে স্থির থাকেন (এক কথায় প্রকাশ):
৪১. Change the following words/sentences as per instruction.
  • a. Fall out (make sentence)
  • b. Give away (make sentence)
  • c. Hard and fast (make sentence)
  • d. Boys can play now (make it negative)
  • e. Nobody can escape death (make it interrogative)
৪২. এক ব্যক্তি ২৫০ টাকা শত হিসেবে ১০০০টি আম কিনে তার অর্ধেক ৩০০ টাকা শত হিসেবে বিক্রয় করে। বাকি যা ছিল তার অর্ধেক ২৫০ টাকা শত হিসেবে এবং বাকিগুলো ২০০ টাকা শত হিসেবে বিক্রয় করল। এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো ?
নবীনতর পূর্বতন