প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৬-(চট্রগ্রাম বিভাগ)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৬-(চট্রগ্রাম বিভাগ)

পরীক্ষার তারিখ : ০১ ডিসেম্বর, ২০০৬
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৭৫
ক অংশ : নৈর্ব্যক্তিক-৩৫

বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ রচনামূলক প্রশ্ন

[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৪০ ]

৩৬. ইংরেজিতে অনুবাদ করুন :
  • ক. লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো।
  • খ. সেদিন আকাশে চাঁদ ছল না।
  • গ. সে প্রতিজ্ঞা করল যে, আর কখনো বিলম্বে কলেজে আসবে না।
  • ঘ. ইচ্ছা হয় আকাশে উড়ি।
  • ঙ. তুমি না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব।
  • চ. ক্লাসের অন্যান্য ছেলের চেয়ে সে ভালো
  • ছ. সে বাড়ি যেতে না যেতে বৃষ্টি নামলো।
  • জ. চেয়ারটির পাগুলো ভাঙ্গা।
৩৭. বাংলায় অনুবাদ করুন :
  • a. Do not wait any longer more, you rather should go.
  • b. He started walking slowly lest he should fall down.
  • c. Do not put off till tomorrow what can be done today.
  • d. None can acquire knowledge or carn wealth unless he tries himself for it.
  • e. We have to cultivate lands in the scientific method in order to solve our food problem.
  • f. Reading by fits and starts will not do.
  • g. In compliance with his request I sent him the book.
৩৮. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশ মতো পরিবর্তন করুন:
  • ক. সে বৃক্ষ হইতে অবতরণ করিল। (চলিত রীতি)
  • খ. লবণ (সন্ধি বিচ্ছেদ)
  • গ. শারী (লিঙ্গান্তর)
  • ঘ. মৌমাছি (ব্যাসবাকাসহ সমাসের নাম)
  • ঙ. আকস্মিক (বিপরীতার্থক শব্দ)
৩৯. Change the following words/sentences as per instruction.
  • a. Referendum (Number)
  • b. How sweet the dream was! (Assertive)
  • c. The news shooted him. (Passive)
  • d. As soon as he arrived the airport, the plane went off (Negative)
  • e. All the furniture (to sell) vesterday. (Right form of verbs)
৪০. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
  • ক. আমার শৈশবকাল;
  • খ. বিদ্যুৎ বিভ্রাট:
  • গ. দেশপ্রেম
৪১. নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
  • ক. Importance of Primary Education:
  • খ. Ambition:
  • গ. A Public Library.
৪২. এক ব্যক্তি ১২ টাকায় ১৫টি করে ১৫০টি কলা ক্রয় করল। তন্মধ্যে ৬টি কলা পচে গেল। অবশিষ্ট কলা সে ডজন ১৫ টাকা দরে বিক্রি করলে শতকরা তার কত লাভ বা ক্ষতি হলো?
নবীনতর পূর্বতন