প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৭-(ঢাকা বিভাগ)
পরীক্ষার তারিখ : ০৭ সেপ্টেম্বর, ২০০৭
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৯০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০
বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ রচনামূলক প্রশ্ন
[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৫০ ]
৪১. ইংরেজিতে অনুবাদ করুন :
১০
- ক. আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত।
- খ. অতিরিক্ত কথা বলা একটি খারাপ অভ্যাস।
- গ. সে স্টেশনে পৌঁছার পর ট্রেনটি ছেড়ে গেল।
- ঘ. তিনি পড়ে গেলেও আঘাত পাননি।
- ঙ. সূর্য ডুবতে না ডুবতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এল।
- চ. আমার চাচা আমাকে মানুষ করেছেন।
- ছ. পাকা আম খেতে মিষ্টি।
- জ. পাঠ শেষ করার পর আমি স্কুল ত্যাগ করেছিলাম।.
- ঝ. পুলিশ দেখে চোরটি পালিয়ে গেল।
- ঞ. মানুষই একমাত্র প্রাণী যারা খাদ্য রান্না করতে পারে।.
৪২. বাংলায় অনুবাদ করুন :
১০
- a. He was too furious to speak.
- b. I have hit upon a plan to get rid of him.
- c. Truthfulness undoubtedly plays a great role in attaining success.
- d. Trees are the most important and useful gift of nature.
- e. The advertisement displayed on Television was attractive.
- f. She must have felt disappointed at the failure of her son.
- g. He takes after his father.
- h. We started for home after it had dawned.
- i. The month of Ramadan has set in.
- j. Do not hurt the feelings of others.
৪৩. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. অতিথি পাখি
- খ. কালো টাকা
- গ. একটি চমৎকার স্বপ্ন
৪৪ . নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. Fishing as a hobby
- খ. My first day in school
- গ. A moonlit night
৪৫. ভাব ঠিক রেখে নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমতো পরিবর্তন/ব্যবহার করুন:
৫
- ক. অপর্যাপ্ত (সন্ধি-বিচ্ছেদ);
- খ. গজমূর্খ (ব্যাসবাক্যসহ সমাস):
- গ. ঈর্ষা (বিপরীতার্থক শব্দ):
- ঘ. মাটি দিয়ে তৈরি (এক কথায় প্রকাশ):
- ঙ. ব্যাঙের সর্দি (বাক্য রচনা)
৪৬. Change/use the following words/sentences as directed:
৫
- a. By and by (make sentence)
- b. In the wake of (make sentence)
- c. I must go there (make it negative)
- d. My heart sank (make it interrogative).
- e. The teacher said, "I shall not teach him English" (make indirect speech)
৪৭. বার্ষিক ৬ টাকা হার সুদে ২ বছর পরে দেয় ৮৯৬ টাকার বর্তমান মূল্য কত ?
৫
৪৮. সমাধান করুন:
৫