প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৬-(বরিশাল বিভাগ)
পরীক্ষার তারিখ : ০১ ডিসেম্বর, ২০০৬
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৭৫
ক অংশ : নৈর্ব্যক্তিক-৩৫
বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ রচনামূলক প্রশ্ন
[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৪০ ]
৩৬. ইংরেজিতে অনুবাদ করুন :
৮
- ক. আমরা স্টেশনে পৌঁছার পর গাড়িটি ছেড়ে গেল।
- খ. বাড়ির কাজ শেষ করে আমি অঙ্ক কষব।
- গ. রবীন্দ্রনাথ শুধু কবিই ছিলেন না, একজন দার্শনিকও ছিলেন।
- ঘ. লোকটি মাছ-মাংস কিছুই খায় না।
- ঙ. বলা সহজ করা কঠিন।
- চ. দিন যত বড় রাত তত ছোট।
- ছ. অন্যের নিন্দা করা একটি জঘন্য অপরাধ।
- জ. সকালে ঘুম থেকে ওঠা সুস্বাস্থ্যের জন্য উপকারি।
৩৭. বাংলায় অনুবাদ করুন :
৭
- a. Trees are the most portant and useful gift of nature.
- b. Trees provide imense wealth and riches fonus:
- c. They are our best friends as they supply wood to build our dwelling houses.
- d. They supply us different kinds of fruits which are very delicious and useful for health.
- e. They absorb caren di-oxide and release oygen which is essential for our life.
- f. They are used as raw materials of many industries like those of papet matches etc.
- g. They induce rains and prevent erosion.
৩৮. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. আমার প্রিয় ফুল,
- খ. শীতের সকাল;
- গ. পাঠের আনন্দ
৩৯. নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. My Loving Mother:
- খ. Good Manners:
- গ. Empowerment of Women.
৪০. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশ মতো পরিবর্তন করুন:
৫
- ক. সংসার (সন্ধি-বিচ্ছেদ);
- খ. অল্পবয়সী (ব্যাসবাক্যসহ সমাসের নাম):
- গ. গুপ্ত (বিপরীতার্থক শব্দ):
- ঘ. অনুসন্ধান করার ইচ্ছা (এক কথায় প্রকাশ):
- ঙ. শাপে বর (বাক্য রচনা)
৪১. Change the following words/sentences as per instruction.
৫
- a. High Time (make sentence)
- b. In a hurry (make sentence)
- c. Only The graduates Should apply (make it negative)
- d. Everybody knows that he is a hypocrite (make it interrogative).
- e. He said to his son, "Come here" (Change the form of speech)
৪২. এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয় মূল্য কত ?
৫