প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৫-(খুলনা বিভাগ)
 পরীক্ষার তারিখ : ০১ আগস্ট, ২০০৫   
             মোট  সময়: ২ ঘন্টা  
         		            			
         পূর্ণমান: ৭৫ 
           ক অংশ : নৈর্ব্যক্তিক-৩৫  
        বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
 সঠিক উত্তর: 0
         ভুল উত্তর:  0
    খ. অংশ রচনামূলক প্রশ্ন
[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৪০ ]
     ৩৬. ইংরেজিতে অনুবাদ করুন :  
    ৮
     ৩৭. বাংলায়  অনুবাদ করুন :  
    ৭
  
  
  
     ৩৮.  নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে)  :  
    ৫
  
  
  
  - ক. একতাই বল;
- খ. বনভোজন;
- গ. গণশিক্ষা
     ৩৯.  নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে  একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে)  :  
    ৫
  
  
  
  - ক. Democracy in Bangladesh
- খ. A Rickshaw Puller;
- গ. A Little Learning is a Dangerous Thing.
     ৪০. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশ মতো পরিবর্তন করুন:   
    ৫
 
  
  
  - ক. আশ্চর্য (সন্ধি বিচ্ছেদ)
- খ. আর স্কুল পালাইও না। (কারক ও বিভক্তি)
- গ. মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে। (চলিত রীতি)
- ঘ. শিশিরাশ্রু (ব্যাসবাক্যসহ সমাসের নাম)
- ঙ. যা প্রাচীন নয়। (এক কথায় প্রকাশ)
     ৪১. Change the following words/sentences as per instruction.   
    ৫
  
  
  
- a. Bring out (Make sentence):
- b. A mother loves her child. (Make it negative)
- c. Fox (Change gender)
- d. He said, 'Alas! I am undone. (Indirect)
- e. They laughed as the poor man. (Passive)
     ৪২. চার অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাযুগল নির্ণয় করুন যাদের গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ১৪৩ ও ২৫০২৫ ।  
    ৫