প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৫-(বরিশাল বিভাগ)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৫-(বরিশাল বিভাগ)

পরীক্ষার তারিখ : ০১ আগস্ট, ২০০৫
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৭৫
ক অংশ : নৈর্ব্যক্তিক-৩৫

বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ রচনামূলক প্রশ্ন

[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৪০ ]

৩৬. ইংরেজিতে অনুবাদ করুন :
৩৭. বাংলায় অনুবাদ করুন :
৩৮. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
  • ক. গতিই জীবন, স্থিতিতে মৃত্যু
  • খ. সত্যবাদিতা
  • গ. সময়ের মূল্য
৩৯. নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
  • ক. AIDS
  • খ. Education for All
  • গ. Child Labour
৪০. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশ মতো পরিবর্তন করুন:
  • ক. শীতার্ত (সন্ধি বিচ্ছেদ)
  • খ. শ্রমলব্ধ (ব্যাসবাক্যসহ সমাসের নাম)
  • গ. অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু। (কারক ও বিভক্তির নাম) )
  • ঘ. অনুকরণ করার ইচ্ছা (এক কথায় প্রকাশ)
  • ঙ. অরণ্যে রোদন (বাক্য রচনা)
৪১. Change the following words/sentences as per instruction.
  • a. By and by (শীঘ্র) (make sentence)
  • b. In the wake of (make sentence)
  • c. I must go there (make it negative)
  • d. My heart sank (make it interrogative).
  • e. The teacher said, "I shall not teach him English" (make indirect speech)
৪২. ২৪০ গজ দীর্ঘ একটি রেলগাড়ি ২০০ গজ দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করে। প্রতি ঘণ্টায় গাড়িটির গতিবেগ কত মাইল ?
নবীনতর পূর্বতন