প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৫-(রাজশাহী বিভাগ)
পরীক্ষার তারিখ : ০১ আগস্ট, ২০০৫
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৭৫
ক অংশ : নৈর্ব্যক্তিক-৩৫
বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ রচনামূলক প্রশ্ন
[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৪০ ]
৩৬. ইংরেজিতে অনুবাদ করুন :
৮
পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। বিপদ কখনও একা আসে না। আল্লাহ আমাদের সহায় হউন। আয়ের অধিক ব্যয় করোনা। তোমাকে খুব সন্দর দেখাচ্ছে। তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন। আমি আর তোমাকে বিরক্ত করব না। খালেদ রাশেদের চেয়ে জ্ঞানী।
৩৭. বাংলায় অনুবাদ করুন :
৮
Education is the backbone of a nation. No nation can prosper without education. Education helps man to follow the path of truth. That is why education is necessary for all people. We shall have to away of this matter. The percentage of educated people is very low in our country. Provision for education for all classes of people will have to be made in our country.
৩৮. নিচের যে কোন একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্য):
৫
- ক. আমার প্রিয় শিক্ষক
- খ. বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে
- গ. বিদ্যুৎ বিভ্রাট
৩৯. নিচের যে কোন একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্য):
৫
- ক. A Birthday Party
- খ. Environment Pollution
- গ. Importance of Primary Education
৪০. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন করুন :
৫
- ক. নাবিক (সন্ধি বিচ্ছেদ):
- খ. চাঁদবদন (ব্যাসবাক্যসহ সমাসের নাম):
- গ. ক্ষীয়মান (বিপরীত শব্দ) :
- ঘ. অগস্ত্য যাত্রা (বাক্য রচনা কর) :
- ঙ. যা পূর্বে ছিল এখন নাই এককথায় প্রকাশ) :
৪১. Change the following words/sentences as per instructions:
৫
- ক. Bring out (make sentence)
- খ. Look over (make sentence)
- গ. Cut down (Make sentence)
- ঘ. Every mother loves her child (make it Negative)
- ঙ. The earth moves round the sun (make it interrogative)
৪২. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হল। এটি ৬০ টাকা বেশি দামে বিক্রয় করতে পারলে ১০% লাভ হতো । দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
৫