প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৫-(ঢাকা বিভাগ)
পরীক্ষার তারিখ : ০১ আগস্ট, ২০০৫
সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৭৫
ক অংশ : নৈর্ব্যক্তিক-৩৫
বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ রচনামূলক প্রশ্ন
[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৪০ ]
৩৬. ইংরেজিতে অনুবাদ করুন :
৮
সে কখনও মিথ্যা কথা বলে না। আমরা কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি। ছেলেগুলি নদীতে লাফিয়ে পড়ল। প্রত্যহ সকালে আমি খোলা বাতাসে ভ্রমণ করি। সোমবার আমি তোমার সাথে দেখা করব। বালকগুলি সৎ এবং পরিশ্রমী। যদিও সে বৃদ্ধ তবুও সে কর্মক্ষম। তিনি হয় সাধু নয় শয়তান।
৩৭. বাংলায় অনুবাদ করুন :
৭
Nazrul Islam is the national poet of Bangladesh. He is one of the greatest poets of Bengali literature. He was born in the village of Churulia in the district of Bardhaman. He had great love for literature and music from his very boyhood. His family was not well-to do. Just after finishing the primary education, he accepted the job a teacher. Later he joined the World War 2 .
৩৮. নিচের যে কোন একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশ লাইন):
৫
- ক. পরিবেশ দূষণ;
- খ. আমার শৈশবকাল,
- গ. কম্পিউটার
৩৯. নিচের যে কোন একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশ লাইন):
৫
- ক. A Memorable Day.
- খ. A Bus Stop.
- গ. Television.
৪০. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন করুন:
৫
- ক. অভ্যাস (সন্ধি বিচ্ছেদ)
- খ. সপ্তাহ (ব্যাসবাক্যসহ সমাসের নাম)
- গ. সংশয় (বিপরীত শব্দ)
- ঘ. আমড়া কাঠের ঢেঁকি (বাক্য রচনা)
- ঙ. একই তীর্থ যার (এককথায় প্রকাশ)
৪১. Change the following words/ sentence as per instructions:
৫
- ক. In a nutshell (make sentence):
- খ. At sixes and sevens (make sentence):
- গ. Tooth and nail (make sentence):
- ঘ. I have only three ens (make it negative):
- ঙ. I can never do it (make it interrogative):
৪২. এক ব্যক্তি ২৫০ টাকা শত হিসেবে ১০০০ টি আম কিনে তার অর্ধেক ৩০০ টাকা শত হিসেবে বিক্রয় করে। বাকি যা ছিল তার অর্ধেক ২৫০ টাকা শত হিসেবে এবং বাকিগুলো ২০০ টাকা শত হিসেবে বিক্রয় করল। এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হল ?
৫