প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০০৩ (ঢাকা বিভাগ)
পরীক্ষা অনুষ্ঠিত হয় : ১৭ অক্টোবর ২০০৩
সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ১০০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৩৫
বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ (রচনামূলক)-৩৫
[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]
৩৬. ইংরেজিতে অনুবাদ করুন :
৫
আমরা বাংলাদেশে বাস করি। আমাদের দেশের আয়তন পঞ্চান্ন হাজার একশত ছাব্বিশ বর্গমাইল । লোকসংখ্যা প্রায় তের কাটি। দেশের বেশির ভাগ লোক মুসলমান। শতকরা প্রায় নব্বই জন লোক গ্রামে বাস করে।
৩৭. বাংলায় অনুবাদ করুন :
৫
A man's sight is his greatest treasure. "There is no greater misfortune in life than blindness. A blind man cannot see the beauty of nature. He cannot see the lovely hues of butterfly. He cannot discover the treasure of human thought lying in books.
৩৮. নিচের যে কোনো একটি বিষয়ের ওপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন :
৫
- ক. বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য
- খ. একুশে ফেব্রুয়ারি
- গ. নিরক্ষরতা দূরীকরণ
৩৯. নিচের যে কোনো একটি বিষয়ের ওপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন :
৫
- a. A Postman
- b. Truthfulness
- c. Rivers of Bangladesh
৪০. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমতো পরিবর্তন করুন :
৫
- ক. নায়ক (সন্ধি বিচ্ছেদ):
- খ. কমলাক্ষি (ব্যাসবাক্যসহ সমাসের নাম) :
- গ. অরণ্যে রোদন (বাক্য রচনা):
- ঘ. সমষ্টি (বিপরীতার্থক শব্দ):
- ঙ. যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না (এক কথায় প্রকাশ):
৪১. (i) Make sentences with:
৫
- a. Go to dogs:
- b. Write off:
- c. Out of sorts:
ii. Change the gender of:
- d. Mare:
- e. Fox:
৪২. ক একটি কাজ ৯ দিনে এবং খ তা ১৮ দিনে করতে পারে। তারা একত্রে কাজ আরম্ভ করে, কয়দিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। বাকি কাজটুকু খ ৬ দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল?
৫