প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০০৩ (খুলনা বিভাগ)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০০৩ (খুলনা বিভাগ)

পরীক্ষার তারিখ : ১৭ অক্টোবর, ২০০৩
সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৭০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৩৫

বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ (রচনামূলক)-৩৫

[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]

৩৬. ইংরেজিতে অনুবাদ করুন :

আমরা বিজ্ঞানের যুগে বাস করি। জীবনের সর্বক্ষেত্রে আমরা বিজ্ঞানের প্রভাব দেখতে পাই। বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের নিত্যসঙ্গী। বিজ্ঞানের সাহায্যে আমরা অসম্ভবকে সম্ভব করেছি। আধুনিক সভ্যতাকে বিজ্ঞানের অবদান বলা যায়। বিজ্ঞানের সাহায্যে দারিদ্র্য ও ব্যাধিকে জয় করতে হবে। মানব জাতির বৃহত্তম কল্যাণে বিজ্ঞানকে নিয়োজিত করতে হবে।

৩৭. বাংলায় অনুবাদ করুন :

Dhaka is a very old city. It is situated on the bank of the Buriganga. Many big buildings have been built here. Some parks have added to the beauty of Dhaka city. Good roads and streets have also been constructed here. The beauty of the museuin of Dhaka is worth seeing. There are many old elices here. There are many things that can be learn from all of these.

৩৮. নিচের যে কোনো একটি বিষয়ে ওপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন :
  • ক. মোবাইল ফোন
  • খ. গৃহ শিক্ষকতা
  • গ. শ্রমের মর্যাদা
৩৯. নিচের যে কোনো একটি বিষয়ে ওপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন :
  • ক. Moral Courage
  • খ. Family Planning
  • গ. A Village Market
৪০. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমতো পরিবর্তন করুন :
  • ক. উদ্ধার (সন্ধি বিচ্ছেদ)
    উত্তর: উৎ+ হার।
  • খ. উপকূল (ব্যাসবাক্যসহ সমাসের নাম)
    উত্তর: কুলের সমীপে-অব্যয়ীভাব সমাস।
  • গ. আজকে নগদ কালকে ধার (কারক ও বিভক্তির নাম)
    উত্তর: অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তি।
  • ঘ. যা পূর্বে দেখা যায়নি (এক কথায় প্রকাশ)
    উত্তর: অদৃষ্টপূর্ব
  • ঙ চক্ষুদান করা (বাকা রচনা)
    উত্তর: চক্ষুদান করা (চুরি করা) প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে একটি সংঘবদ্ধ দল চক্ষুদান করছে।
৪১. Make sentence:
  • ক. Go with (কার সাথে) :
    Who are you going with ?
  • খ. No matter (ব্যাপারই নয়):
    It is no matter whether you help me or not.
  • গ. Make one's way (পথ করে দিতে):
    If you want to make your way in the world, you should know how to read and wife.
  • ঘ. Take pains (যত্ন নেয়া ) :
    We have taken much pains in completing this course.
  • ঙ. So that ( যেন) :
    We eat so that we may live.
৪২. ৫ টাকায় ২টা করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি করে কমলা বিক্রি করলে ৪০% লাভ হবে ?

৫ টাকায় ২টা কমলা কেনা হলে ১টা কমলার ক্রয়মূল্য ৫/২= ২.৫০ টাকা।
৪০% লাভে ১টা কমলার বিক্রয়মূল্য ২.৫০+ (২.৫০ এর ৪০%)= ৩.৫০ টাকা।
৩৫ টাকায় কমলা বিক্রি করলে ৩৫/৩.৫০= ১০ টি কমলা বিক্রি করা যাবে।
অতএব, ৩৫ টাকায় ১০টি কমলা বিক্রি করলে ৪০% লাভ হবে।

নবীনতর পূর্বতন