প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০০২ ( বাতিলকৃত)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০০২ ( বাতিলকৃত)

পরীক্ষার তারিখ : ১৭ আগস্ট, ২০০২
সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৮০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০

বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ (রচনামূলক)-৪০

[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]

৪১. ইংরেজিতে অনুবাদ করুন :
৪২. বাংলায় অনুবাদ করুন :
৪৩. নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন:
  • ক. The Flower.
  • খ. A Fish Market.
  • গ. A Winter Morning.
৪৪. নিচের যে কোনো একটি বিষয়ের ওপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন:
  • ক. বৃক্ষরোপণ
  • খ. সততা
  • গ. বয়স্ক শিক্ষা
৪৫. ভাব ঠিক রেখে নিচের বাক্যগুলোকে নির্দেশ মতো পরিবর্তন করুন।
  • (ক) মানুষকে ঘৃণা করা পাপ (না বোধক বাক্য)
  • (খ) সৎ ব্যক্তি বলে সকলে তাকে সম্মান করে (যৌগিক বাক্য)
  • (গ) নিশাত এখানে কি করছে (কর্মবাচ্য)
  • (ঘ) আমার সোনার ধানে গিয়েছে ভরি (কারক ও বিভক্তি)
  • (ঙ) ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি (এক কথায় প্রকাশ)
৪৬. Make sentences with the following:
  • (a) Call of:
  • (b) In case of:
  • (c) At any rate:
  • (d) At length:
  • (e) Look about:
৪৭. ক এবং খ একটি কাজ একত্রে ৩০ দিনে করতে পারে । দুজনে একত্রে ১৮ দিন কাজ করার পর খ চলে গেল এবং ক বাকি কাজ ২০ দিনে শেষ করল। ক এবং খ প্রত্যেকে ঐ কাজটি কতদিনে শেষ করতে পারবে ?

ধরি, ক একা কাজটি x দিনে এবং খ একা কাজটি y দিনে করতে পারে।
ক এবং খ একত্রে ১ দিনে করে ১/x + ১/y অংশ।
প্রশ্নমতে, ক এবং খ একত্রে ৩০ দিনে কাজটি করে।
সুতরাং, ১/x + ১/y = ১/৩০ ... (১)
ক এবং খ একত্রে ১৮ দিনে করে ১৮/৩০ অংশ = ৩/৫ অংশ।
কাজটির বাকি অংশ = ১ - ৩/৫ = ২/৫ অংশ।
ক বাকি ২/৫ অংশ করে ২০ দিনে।
সুতরাং, ক ১ অংশ করে ২০ × ৫/২ = ৫০ দিনে।
অতএব, x = ৫০।
x এর মান (১) নং সমীকরণে বসিয়ে পাই,
১/৫০ + ১/y = ১/৩০
বা, ১/y = ১/৩০ - ১/৫০
বা, ১/y = (৫ - ৩)/১৫০
বা, ১/y = ২/১৫০
বা, ১/y = ১/৭৫
অতএব, y = ৭৫।
সুতরাং, ক একা কাজটি ৫০ দিনে এবং খ একা কাজটি ৭৫ দিনে করতে পারবে।

নবীনতর পূর্বতন