বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: পত্র লেখার নিয়ম mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: ( ৪৭)
১. পত্র শব্দটির আভিধানিক বা ব্যবহারিক অর্থ কী? [ ৯ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৩ ]
উত্তর: (ক) চিহ্ন বা স্মারক
২. ‘প্রাপক’ অর্থ- [ ইসলামী ব্যাংক সহকারী অফিসার : ০৮ ]
উত্তর: (খ) যার উদ্দেশ্যে পত্রটি রচিত
৩. শিরোনামের প্রধান অংশ কোনটি ? [ ১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (ঘ) প্রাপকের ঠিকানা
৪. কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়? [ ৭ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১১ ]
উত্তর: (খ) প্রাপকের ঠিকানা
৫. কোনটির অভাবে চিঠিপত্র 'ডেড লেটার' বলে চিহ্নিত হয়? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৮ ]
উত্তর: (ক) পূর্ণ ও স্পষ্ট ঠিকানা
৬. কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয়? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৬ ]
উত্তর: (গ) মূল বিষয় অংশকে
৭. সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে? [ ৬ষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১০ ]
উত্তর: (ঘ) সম্পাদকের বরাবর
৮. সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র? [ ৭ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১১ ]
উত্তর: (ক) বিজ্ঞপ্তি
৯. বিষয়ের স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে পত্রে- [ জনতা ব্যাংক সহকারী এক্সিকিউটিভ অফিসার :১৫ ]
উত্তর: (ঘ) বাণিজ্যিক পত্রে
১০. লেফাফা’য় লাগানো হয়- [ বন প্রহরী : ১৫ ]
উত্তর: (খ) ডাকটিকিট
১১. দরখাস্ত লেখার সময় কয়টি দিকের প্রতি বিশেষভাবে যত্নবান হতে হবে? [ সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]
উত্তর: (খ) ৮ টি
১২. পত্রের কোন অংশ ব্যতিরেকে পত্র লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়? [ খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ২০২১ ]
উত্তর: (গ) পত্রগর্ভ
১৩. একজন স্কুল ছাত্র তার নৈমিত্তিক ছুটির প্রয়োজনে কার বরাবর দরখাস্ত করবে? [ খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১ ]
উত্তর: (গ) প্রধান শিক্ষক
১৪. পত্র লেখার প্রকৃত উদ্দেশ্য কী? [ খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক: ২০০১ ]
উত্তর: (খ) মনের ভাব অপরকে জানানো
১৫. পত্র লেখকের স্বাক্ষরে 'আশীর্বাদক' শব্দটি ব্যবহার করা হয় কখন? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]
উত্তর: (ঘ) কনিষ্ঠ জনের কাছে পত্র লেখায়
১৬. শহরের রাস্তাঘাট মেরামত করার উদ্দেশ্যে কার বরাবর দরখাস্ত করতে হবে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১২ ]
উত্তর: (ক) পৌর কর্তৃপক্ষ
১৭. কোন পত্র প্রাপকের উপস্থিতিতে পঠিত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৩ ]
উত্তর: (খ) মানপত্র
১৮. বিদায় অনুষ্ঠানে যে পত্র দিয়ে শ্রদ্ধা প্রকাশ করা হয়, তাকে কি বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৫ ]
উত্তর: (ক) মানপত্র
১৯. BY AIR MAIL- খামের উপরে কখন লিখতে হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৬ ]
উত্তর: (গ) বিদেশে চিঠি পাঠাতে হলে
২০. প্রাপক সমবয়সী হলে স্বাক্ষরের আগে শিষ্টাচার জ্ঞাপক কোন শব্দ ব্যবহার করা প্রয়োজন? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৮ ]
উত্তর: (খ) প্রীতিমুগ্ধ
২১. একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়- [ ৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১২ ]
উত্তর: (খ) শিরোনাম
২২. সংবাদপত্রে প্রকাশের জন্য যে পত্র লেখা হয় তার কয়টি অংশ থাকে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]
উত্তর: (গ) ২ টি
২৩. পোস্টাল কোড কি নির্দেশ করে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]
উত্তর: (গ) পোস্ট অফিসের নম্বর
২৪. প্রধান শিক্ষকের নিকট ছুটির জন্য আবেদন করলে একে কোন ধরনের পত্র বলব? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০ ]
উত্তর: (ঘ) আবেদন পত্র
২৫. কোন বিষয়টি চিঠির ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? [ রাজশাহী বিশ্ববিদ্যালয়।ইউনিট : E: ০৭-০৮ ]
উত্তর: (খ) বক্তব্যের স্পষ্টতা
২৬. পত্র লেখকে সংক্ষিপ্ত ঠিকানা কোন অংশে লিখতে হয়? [ পানি উন্নয়ন বোর্ড : ২০১৯ ]
উত্তর: (খ) পত্রের উপরে ডান পার্শ্বে
২৭. পত্র লেখার সম্ভাষণ ক্ষেত্রে 'তসলিমবাদ আরজ' কাদের প্রতি প্রযোজ্য? [ পানি উন্নয়ন বোর্ড অফিস সহকারী: ২০১৯ ]
উত্তর: (খ) গুরুজনের প্রতি
২৮. পত্র লেখার সময় কোনটির গুরত্ব সর্বাধিক? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭ ]
উত্তর: (গ) পত্রের বক্তব্য বিষয়
২৯. মানপত্রে কোনটি প্রাধান্য পায়? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]
উত্তর: (ঘ) উদিষ্ট ব্যক্তির গুণাবলী ও প্রশংসা
৩০. পত্রের ঠিকানা অংশে ধারাবাহিকতা রক্ষা করতে হলে নিচের কোনটি আগে লিখতে হয়? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩ ]
উত্তর: (ঘ) বাড়ির নম্বর ও এলাকা
৩১. প্রাপকের উদ্দেশ্যে সম্বোধনসূচক শব্দ ব্যবহারে পার্থক্য দেখা যায় কখন? [ ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন-(স্কুল/সমপর্যায়)-২০১৫ ]
উত্তর: (ঘ) উপরের সবকটি
৩২. কোন পত্র আসলে পত্র নয়? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭ ]
উত্তর: (খ) মানপত্র
৩৩. ব্যক্তিগত পত্রের প্রাপক সমবয়সী হলে উপযুক্ত সম্বোধন কোনটি হবে? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০ ]
উত্তর: (খ) প্রীতিভাজনেষু
৩৪. ইয়ার সম্বোধন করা হয় কাকে? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]
উত্তর: (ঘ) বন্ধুকে
৩৫. কোন ধরনের পত্রে সংযুক্ত আবশ্যক? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]
উত্তর: (খ) চাকরির দরখাস্তে
৩৬. মুক্তিযুদ্ধ-২৩ খণ্ড প্রকাশিত হয়েছে? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]
উত্তর: (ক) দলিলপত্র
৩৭. বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতার আইনানুসারে লিখিত পত্রকে কি বলে? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]
উত্তর: (ক) দলিলপত্র
৩৮. পত্রে যে রকম সম্বোধন হওয়া উচিত-- [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]
উত্তর: (ক) প্রাপক ও প্রেরকের সম্পর্ক অনুসারে
৩৯. পত্রের প্রধানত কয়টি অংশ থাকে? [ ৭ম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১১ ]
উত্তর: (গ) ২ টি
৪০. পত্র প্রধানত দু প্রকার। যথা-- [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০ ]
উত্তর: (ক) ব্যক্তিগত পত্র ও ব্যবহারিক পত্র
৪১. লেখার ক্রমানুসারে সাধারণত পত্রের কয়টি অংশ থাকে? অথবা ব্যক্তিগত পত্রের সাধারণত কয়টি অংশ থাকে? [ ১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (খ) ৬ টি
৪২. পুত্রের নিকট মাতার পত্রে সম্বোধন কোনটি হবে? [ বাংলাদশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা -২০১৭ ]
উত্তর: (ক) স্নেহাস্পদ
৪৩. Book post- কথাটির অর্থ কি? [ বাংলাদশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা -২০১৭ ]
উত্তর: (ঘ) খোলা ডাক
৪৪. পোস্টাল কোড কি নির্দেশ করে? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৬ ]
উত্তর: (ক) প্রাপকের এলাকা
৪৫. সুলিখিত পত্র অনেক সময় কোন মর্যাদা লাভ করে? [ বিশেষ শিক্ষক নিবন্ধন : ১০ ]
উত্তর: (ক) সাহিত্যের
৪৬. চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কী? [ বিশেষ শিক্ষক নিবন্ধন : ১০ ]
উত্তর: (খ) আবেদনপত্র
৪৭. প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয়? [ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক : ২৩ ]
উত্তর: (খ) ইংরেজি