বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: ছন্দ ও অলঙ্কার mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: ( ৫৪)
১. 'হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান'- এ চরণটি কোন ছন্দে লেখা? [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ: ২১ ]
উত্তর: (গ) অক্ষরবৃত্ত
২. মাত্রাবৃত্ত ছন্দে পূর্ণ পর্ব সাধারণত কয় মাত্রার হয়ে থাকে? [ উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার: ২১ ]
উত্তর: (খ) ৬
৩. সনেটের বৈশিষ্ট্য- i. চৌদ্দ চরণবিশিষ্ট ii. প্রতি চরণে চৌদ্দ মাত্রা iii. তিন পর্ব। নিচের কোনটি সঠিক? [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২১ ]
উত্তর: (গ) i ও ii
৪. স্বরান্ত অক্ষরকে কী বলে? [ ৪৫তম বিসিএস ]
উত্তর: (খ) মুক্তাক্ষর
৫. মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত 'অমিত্রাক্ষর ছন্দ' প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রূপায়ণ? [ ৪৫তম বিসিএস ]
উত্তর: (খ) অক্ষরবৃত্ত ছন্দ
৬. চতুর্দশপদী কবিতা রচনায় মাইকেল মধুসূদন দত্ত কার দ্বারা প্রভাবিত হন? [ জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২৩ ]
উত্তর: (ঘ) পেত্রার্ক
৭. ‘লৌকিক ছন্দ’ কাকে বলে? [ এলজিইডির সহকারী প্রকৌশলী : ০৫ ]
উত্তর: (গ) স্বরবৃত্তকে
৮. কোন ছন্দে যুগ্মধ্বনি সব জায়গাতেই দুই মাত্রা হবে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) মাত্রাবৃত্ত
৯. রবীন্দ্রনাথ কোন ছন্দকে চূড়ার ছন্দ বলেছেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) স্বরবৃত্ত
১০. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান' -কোন ছন্দে রচিত? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ০৬ ]
উত্তর: (ক) স্বরবৃত্ত
১১. 'ছন্দের যাদুকর' কে ছিলেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
১২. বাংলা ছন্দ কত রকমের? [ ৩০তম বিসিএস ]
উত্তর: (গ) তিন রকমের
১৩. বাংলা ছন্দ প্রধানত কত প্রকার? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ৩
১৪. কোন কবি বাংল কাব্য অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককরেন?/অমিত্রাকষর ছন্দের প্রবর্তক হলেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) মাইকেল মধুসূদন দত্ত
১৫. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়- [ ১৭তম বিসিএস ]
উত্তর: (ক) স্বরবৃত্ত
১৬. ‘পয়ার’ কোন ছন্দের অন্তর্ভুক্ত? [ বাংলাদেশ টেলিভিশনের বিজ্ঞাপন আধিকারিক : ০৬ ]
উত্তর: (ঘ) অমিত্রাক্ষর
১৭. যৌগিক ছন্দ বলা হয় কোন ছন্দকে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) অক্ষরবৃত্ত
১৮. 'তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ' কোন ছন্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) পয়ার
১৯. 'বঙ্গভাষা' মাইকেল মধুসূদন দত্তের কোন ধরনের রচনা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) সনেট
২০. হৃদয়ের মাঝে মেঘ উদয় করি। নয়নের মাঝে ঝরিল বারি। -এখানে কি ধরনের অলঙ্কার এর প্রয়োগ হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) অসঙ্গতি
২১. মাইকের মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) সনেটে
২২. স্বরাক্ষরিক ছন্দের প্রবর্তক কে ? [ তথ্য অফিসার : ০৫ ]
উত্তর: (ক) সত্যেন্দ্রনাথ দত্ত
২৩. মাত্রাবৃত্ত ছন্দে যুগ্মধ্বনি কয় মাত্রার? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) ২
২৪. পৃথিবীতে সর্বপ্রথম সনেট রচনা করেন- [ রাবি: ০৬-০৭ ]
উত্তর: (খ) পেত্রার্ক
২৫. ‘সনেট’ কবিতার প্রবর্তক কে? [ ২৯তম বিসিএস ]
উত্তর: (গ) মাইকেল মধুসূদন দত্ত
২৬. বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা কে/ প্রথম বাঙালি সনেটকার? [ নিরাপদ খাদ্য অধিদপ্তর : ১৯ ]
উত্তর: (ক) মাইকেল মধুসূদন দত্ত
২৭. সনেট প্রথম প্রচলিত হয় কোন দেশে? [ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা:১৬ ]
উত্তর: (খ) ইটালি
২৮. সনেটের কয়টি লাইন থাকে ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৮ ]
উত্তর: (গ) ১৪টি
২৯. সনেটে প্রথম আট পঙক্তিকে বলা হয়? [ ইবি: ০৫-০৬ ]
উত্তর: (খ) অষ্টক
৩০. শ্বাসাঘাতপ্রধান ছন্দ কোনটি? [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক:১২ ]
উত্তর: (গ) স্বরবৃত্ত
৩১. Blank Verse অর্থ- [ সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার:১০ ]
উত্তর: (খ) অমিত্রাক্ষর
৩২. মুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? [ ৩৭তম বিসিএস ]
উত্তর: (ঘ) স্বরবৃত্ত
৩৩. বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার:১৬ ]
উত্তর: (ঘ) মধুসূদন দত্ত
৩৪. ‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো- [ ২৫তম বিসিএস ]
উত্তর: (খ) অন্ত্যমিল নেই
৩৫. ছড়া কোন ছন্দে রচিত হয়? [ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রশাসনিক কর্মকর্তা : ০৬ ]
উত্তর: (ক) স্বরবৃত্ত
৩৬. ‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো- [ ২৫তম বিসিএস ]
উত্তর: (খ) অন্ত্যমিল আছে
৩৭. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? [ ২৫তম বিসিএস ]
উত্তর: (ক) মাইকেল মধুসূদন দত্ত
৩৮. ছেলে-ভুলানো ছড়াসমূহ সাধারণত কোন ছন্দে লেখা হয়? [ তথ্য মন্ত্রণালয়ের অধীন টেলিভিশন প্রকৌশলী : ০৪ ]
উত্তর: (গ) স্বরবৃত্ত
৩৯. সনেটের ক’টি অংশ? [ বাতিলকৃত ২৪তম বিসিএস ]
উত্তর: (খ) দুটি
৪০. সনেটের শেষ অংশকে কি বলে? [ ঢাবি : ১০-১১ ]
উত্তর: (খ) ষষ্টক
৪১. ‘সনেট’ শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন? [ বাংলাদেশ ডাকবিভাগের পোস্টাল অপারেটর : ১৯ ]
উত্তর: (গ) ইটালিয়ান
৪২. "খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে" কোন ছন্দে রচিত? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) মাত্রাবৃত্ত
৪৩. বাংলা কবিতায় 'ছন্দের জাদুকর' কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সত্যেন্দ্রনাথ দত্ত
৪৪. ধ্বনিপ্রধান ছন্দ বলা হয় কোন ছন্দকে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) মাত্রাবৃত্ত
৪৫. কোন কবি বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) মাইকেল মধুসূদন দত্ত
৪৬. স্বরবৃত্ত ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা কত? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) চার
৪৭. একই বাক্যে ভিন্ন জাতীয় অথচ সাদৃশ্য বা সমান গুণবিশিষ্ট দুটি বস্তুর মধ্যকার সাদৃশ্য উল্লেখকে কি বলে? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ৯৩ ]
উত্তর: (গ) উপমা
৪৮. নিন্দাসূচক বিষয়কে ভদ্র ভাষায় আবৃত করাকে কি বলে? [ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সহকারী প্রকৌশলী: ১৬ ]
উত্তর: (ক) ব্যাজস্তুতি
৪৯. সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? [ ৩১তম বিসিএস ]
উত্তর: (খ) ২
৫০. হৃদয় মাঝে মেঘ উদয় করি / নয়নের মাঝে ঝরিল বারি।' এখানে কি ধরনের অলঙ্কারের প্রয়োগ হয়েছে? [ সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৯ ]
উত্তর: (ক) অসঙ্গতি
৫১. 'গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে। চরণটি নান্দনিক বিবেচনায় হয়ে উঠেছে- সে [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৮ ]
উত্তর: (ক) উপমান
৫২. ‘দেশের যত নদীর ধারা জল না , ওরা অশ্রুধারা । ‘ -- এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত? [ ৪৪তম বিসিএস ]
উত্তর: (ক) অপহ্নুতি
৫৩. যে ছন্দে যুক্তধ্বনি সবসময় একমাত্রা হিসাবে গননা করা হয় তাকে কি ধরনের ছন্দ বলে? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৯ ]
উত্তর: (খ) অক্ষরবৃত্ত ছন্দ
৫৪. "আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে দুঃখ সুখের ঢেউ খেলানো এই সাগর তীরে।" কোন ছন্দে রচিত? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) স্বরবৃত্ত