বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: পারিভাষিক শব্দ mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (১০৮)
১. `A to Z' কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? [ ১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন :১৪ ]
উত্তর: (ক) সম্পূর্ণভাবে
২. ‘Aboriginal' এর পরিভাষা কোনটি? [ শ্রম মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালক: ০৫ / জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: ০১-০২ ]
উত্তর: (গ) আদিবাসী
৩. Amicus Curiae? [ টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ১৩ ]
উত্তর: (ক) আদালতের বন্ধু
৪. Autonomous শব্দের অর্থ- [ ১৩তম শিক্ষক নিবন্ধন পরিক্ষাঃ ১৬ ]
উত্তর: (খ) স্বায়ত্তশাসিত
৫. 'Anatomy' শব্দের অর্থ- [ ৩০তম বিসিএস ]
উত্তর: (গ) শরীরবিদ্যা
৬. ‘Attested'-এর বাংলা পরিভাষা কোনটি? [ ৪০তম বিসিএস ]
উত্তর: (ক) সত্যায়িত
৭. ‘Archetype' শব্দের অর্থ- [ পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ১৪ ]
উত্তর: (ক) আদিরূপ
৮. ‘Barren' শব্দের অর্থ- [ সোনালী ব্যাংক লি. অফিসার (ক্যাশ) : ১৪ ]
উত্তর: (ক) ঊষর
৯. Blue Print এর পারিভাষিক শব্দ কোনটি? [ ১১তম বেসরকারী শিক্ষক নিবন্ধন: ১৪ ]
উত্তর: (গ) প্রতিচিত্র
১০. Chancellor' এর পরিভাষা কোনটি? [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা : ১৬ ]
উত্তর: (ক) আচার্য
১১. Curtail' শব্দের সঠিক অর্থ কোনটি? [ দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক: ১০ ]
উত্তর: (ক) সংক্ষিপ্ত করা
১২. Civil Society শব্দের পরিভাষা নিচের কোনটি? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক: ১৩ / স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য সহকারী: ১০ ]
উত্তর: (খ) সুশীল সমাজ
১৩. Current Account' এর বাংলা পরিভাষা- [ রূপালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৩ ]
উত্তর: (গ) চলতি হিসাব
১৪. Horizonal' এর পারিভাষিক শব্দ কোনটি? [ পরিবার পরিকল্পন অধিদপ্তরের অফিস সহকারী: ১১/ জাতীয় সংসদ সচিবালয়ে সহকারী পরিচালক : ০৬ ]
উত্তর: (খ) অনুভূমিক
১৫. 'Intellectual' শব্দের বাংলা অর্থ-- [ ১৬তম বিসিএস ]
উত্তর: (গ) বুদ্ধিজীবী
১৬. Indigenous' শব্দের অর্থ- [ অগ্রণী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১০ ]
উত্তর: (গ) স্বদেশী
১৭. Justification for' এর সঠিক অনুবাদ কোনটি? [ ১২তম বেসরকারী প্রভাষক নিবন্ধন: ১৫ ]
উত্তর: (ক) সমর্থন
১৮. Key-note এর যথার্থ- [ঢাবি : ১০-১১ ]
উত্তর: (গ) মূলভাব
১৯. ‘Cease fire' পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি? [ প্রবাসী কল্যাণ ব্যাংক লি. অফিসার: ১৪ ]
উত্তর: (গ) অস্ত্র সংবরণ
২০. Co-opted' পরিভাষা- [ জনতা ব্যাংক লি. অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার : ১৫ ]
উত্তর: (গ) সহযোজিত
২১. 'Constipation' শব্দের বাংলা অর্থ- [ পূবালী ব্যাংক লি.সিনিয়র অফিসার: ১৩ ]
উত্তর: (ঘ) কোষ্ঠকাঠিন্য
২২. 'Consumer goods' এর উপযুক্ত বাংলা পরিভাষা কী? [ ৩৫তম বিসিএস ]
উত্তর: (খ) ভোগ্যপণ্য
২৩. Dilly dally এর অর্থ কী? [ রাজশাহী বিশ্ববিদ্যলয়: ০৮-০৯ ]
উত্তর: (গ) অযথা দেরি করা
২৪. Divulge- [ খাদ্য অধিদপ্তরে নিয়োগ: ০৯ ]
উত্তর: (ঘ) প্রকাশ করা
২৫. ‘Eradication' শব্দের সঠিক অর্থ কোনটি? [ দুর্নীতি দমন কমিশনে উপসহকারী পরিচালক: ১০ ]
উত্তর: (ঘ) উচ্ছেদ
২৬. ‘Executive' এর পরিভাষা- [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক: ১৩/ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: ০২-০৩ ]
উত্তর: (খ) নির্বাহী
২৭. ‘Excise duty' এর পরিভাষা- [ ৩৩তম বিসিএস ]
উত্তর: (খ) আবগারী শুল্ক
২৮. ’Edition' শব্দের অর্থ- [ ১৩তম বেসরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা: ১৬ ]
উত্তর: (ক) সংস্করণ
২৯. ‘Filing' শব্দের বাংলা পরিভাষা- [ রূপালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১৩ ]
উত্তর: (গ) নথিভুক্তি
৩০. ‘For Good' এর সঠিক অর্থ কোনটি? [ ১১তম শিক্ষক নিবন্ধন: ১৪ ]
উত্তর: (ঘ) চিরতরে
৩১. ‘Hybrid’ এর পারিভাষিক শব্দ- [ অগ্রণী ব্যাংক লি. অফিসার: ১০ ]
উত্তর: (ঘ) সংকর
৩২. 'Lease' শব্দের বাংলা পরিভাষা- [ জনতা ব্যাংক লি. অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার: ১৫ ]
উত্তর: (গ) ইজারা
৩৩. Microbiology এর পরিভাষা নিচের কোনটি? [ স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী: ১০ ]
উত্তর: (ক) অণুজীব বিজ্ঞান
৩৪. ‘Null and Void’এর বাংলা পরিভাষা কী? [ ৩৮তম বিসিএস ]
উত্তর: (ক) বাতিল
৩৫. ‘Obligatory' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৮ ]
উত্তর: (খ) বাধ্যতামূলক
৩৬. ‘অম্লজান' শব্দটি কোন শব্দের পরিভাষা? [ জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১১ / মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক: ০৩ ]
উত্তর: (খ) অক্সিজেন
৩৭. ‘Prominent' শব্দের সঠিক অর্থ কোনটি? [ দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক: ১০ ]
উত্তর: (ক) উল্লেখযোগ্য
৩৮. ‘Provoke' শব্দের সঠিক অর্থ কোনটি? [ দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক: ১০ ]
উত্তর: (খ) উসকানি দেওয়া
৩৯. ’Phonology’এর বাংলা প্রতিশব্দ কী? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহকারী: ১১ ]
উত্তর: (গ) ভাষার ধ্বনিবিজ্ঞান
৪০. ’Postage' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি? [ সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৯ ]
উত্তর: (ঘ) ডাকমাশুল
৪১. 'Payer' শব্দের বাংলা পরিভাষা- [ রূপালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১৩ ]
উত্তর: (ঘ) দাতা
৪২. Quarterly শব্দের অর্থ কী? [ ৩১তম বিসিএস ]
উত্তর: (ঘ) ত্রৈমাসিক
৪৩. ‘Relevant' শব্দের সঠিক অর্থ কোনটি? [ দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক: ১০ ]
উত্তর: (ক) প্রাসঙ্গিক
৪৪. 'Wisdom' শব্দের বাংলা অর্থ কী? [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার ১৬/ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অ্যাসিস্ট্যান্ট অফিসার: ১৪ ]
উত্তর: (খ) প্রজ্ঞা
৪৫. Whirlpool এর অর্থ- [ পূবালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৩ ]
উত্তর: (ক) ঘূর্ণি
৪৬. Custom শব্দের পরিভাষা কোনটি যথার্থ? [ ৩৭তম বিসিএস ]
উত্তর: (খ) প্রথা
৪৭. ‘Legal statement’ এর বাংলা পরিভাষা- [ সোনালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৮ ]
উত্তর: (খ) জবানবন্দি
৪৮. Quotation এর পারিভাষিক শব্দ কোনটি? [ পরিবার পরিকল্পনা সহকারী/পরিদর্শক: ১৮ ]
উত্তর: (ক) মূল্যজ্ঞাপন
৪৯. 'Insomnia' শব্দটির বাংলা পারিভাষিক রূপ হলো- [ রূপালী ব্যাংক লি. অফিসার (ক্যাশ): ১৮ ]
উত্তর: (গ) অনিদ্রা
৫০. Hand out এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে- [ ৩৯তম বিসিএস ]
উত্তর: (ক) জ্ঞানপত্র । বিশ্লেষণ: Hand out এর পরিভাষা হলো জ্ঞাপনপত্র বা বিনামূল্যে বিতরণ করা ইশতেহার।
৫১. Gratuity শব্দের বাংলা পরিভাষা- [ পুবালী ব্যাংকের সহকারী অফিসার:১৯ ]
উত্তর: খ ও গ
৫২. Comparative শব্দটির পরিভাষা হলো- [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৯/ কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর: ১৮ ]
উত্তর: (ঘ) তুলনামূলক
৫৩. Heavenly body- এর বাংলা পরিভাষা কোনটি? [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অডিটর: ১৯ ]
উত্তর: (খ) জ্যোতিষ্ক
৫৪. নিচের কোনটি পারিভাষিক শব্দ? [ ডিজিএফআই এর সহকারী পরিচালক: ১৯ ]
উত্তর: (খ) স্নাতকোত্তর । ব্যাখ্যা: Post Graduation এর বাংলা অর্থ- স্নাতকোত্তর।
৫৫. Phoneme শব্দের অর্থ- [ ১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল): ১৯ ]
উত্তর: (ঘ) ধ্বনিমূল
৫৬. ‘Epicurism'-এর যথার্থ পরিভাষা— [ ১৫তম প্রভাষক নিবন্ধন : ১৯ ]
উত্তর: (গ) ভোগবাদ
৫৭. Scarcity- [ খাদ্য অধিদপ্তরে নিয়োগ: ০৯ ]
উত্তর: (গ) স্বল্পতা
৫৮. 'Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো [ ৩২তম বিসিএস ]
উত্তর: (খ) অবচেতন
৫৯. ‘Superstitions' শব্দের অর্থ- [ ১১তম শিক্ষক নিবন্ধন: ১৪ ]
উত্তর: (গ) কুসংস্কারাচ্ছন্ন
৬০. ‘Scroll' শব্দের গ্রহণযোগ্য পরিভাষা- [ রূপালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১৩ ]
উত্তর: (ক) লিপি
৬১. ‘Surgeon' এর পরিভাষা- [ বাংলাদেশ ব্যাংক অফিসার (ক্যাশ): ১১ ]
উত্তর: (ক) শল্য চিকিৎসক
৬২. পারিভাষিক শব্দ কোনটি? [ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা: ১০ ]
উত্তর: (গ) সচিবালয়
৬৩. Transparent- [ খাদ্য অধিদপ্তরের নিয়োগ: ০৯ ]
উত্তর: (গ) স্বচ্ছ
৬৪. ‘Treasurer’এর পরিভাষা- [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহকারী/ কম্পিউটার অপারেটর: ১১ ]
উত্তর: (ঘ) কোষাধ্যক্ষ
৬৫. Transliteration এর পরিভাষা- [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক: ১৪ ]
উত্তর: (ঘ) প্রতিবর্ণীকরণ
৬৬. ‘Virile' শব্দের অর্থ কোনটি? [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স এর কার্যালয়ের অডিটর: ১৪ ]
উত্তর: (ক) পুরুষোচিত
৬৭. ‘Manuscript' এর বাংলা পরিশব্দ। [ বাংলাদেশ বেতারের সহ সম্পাদক: ১৯ ]
উত্তর: (খ) পাণ্ডুলিপি
৬৮. “yellow dog”- এর সঠিক বাংলা কোনটি? [ বাংলাদেশ বেতারের সহ-সম্পাদক: ১৯ ]
উত্তর: (গ) হীন ব্যক্তি
৬৯. ‘Basin’ পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কী? [ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী: ১৯ ]
উত্তর: (খ) অববাহিকা
৭০. Etiquette শব্দের সঠিক পরিভাষা কোনটি? [ সিজিডিএফ এর অডিটর: ১৯ ]
উত্তর: (ঘ) শিষ্টাচার
৭১. ‘Defendant’- শব্দের সঠিক পরিভাষা কোনটি? [ এনএসআই এর সহকারী পরিচালক: ১৯ ]
উত্তর: (গ) বিবাদি
৭২. ‘Code' শব্দের সঠিক পরিভাষা কোনটি? [ এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার: ১৯ ]
উত্তর: গ ও ঘ
৭৩. Referendum শব্দটির বাংলা পারিভাষিক কি? [ রূপালি ব্যাংকের সিনিয়র অফিসার: ১৯ ]
উত্তর: (খ) গণভোট
৭৪. Forgery' শব্দের বাংলা পরিভাষা- [ জনতা ব্যাংকের এসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার : ১৯ ]
উত্তর: (ঘ) জালিয়াতি
৭৫. 'Corrigendum' শব্দের বাংলা পরিভাষা কী? [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক : ২১ ]
উত্তর: (খ) শুদ্ধিপত্র
৭৬. 'Manifesto' শব্দের বাংলা পরিভাষা কোনটি? [ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক : ২০ ]
উত্তর: (গ) ইশতেহার
৭৭. 'Galaxy' শব্দের বাংলা পরিভাষা- [ জনতা ব্যাংকের অফিসার ( ক্যাশ ) : ২০ ]
উত্তর: (খ) নক্ষত্রবিথী (ছায়াপথ)
৭৮. 'অনুকম্পা' শব্দের ইংরেজি কোনটি? [ ৪২তম বিসিএস ]
উত্তর: (ক) Clemency
৭৯. 'Notification'-এর বাংলা পরিভাষা কোনটি? [ ৪২তম বিসিএস ]
উত্তর: (ঘ) প্রজ্ঞাপন
৮০. 'Vivid' শব্দের বঙ্গানুবাদ কোনটি? [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ : ২১ ]
উত্তর: (খ) প্রাণবন্ত
৮১. 'Dialect' এর পরিভাষা কোনটি- [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ : ২১ ]
উত্তর: (ঘ) উপভাষা
৮২. 'Biography' শব্দটির অর্থ কী? [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ : ২১ ]
উত্তর: (খ) কড়চা
৮৩. 'Plagiarism' এর বাংলা প্রতিশব্দ কোনটি? [ বেপজার সহকারী ব্যবস্থাপক : ২১ ]
উত্তর: (ঘ) কুম্ভিলকবৃত্তি
৮৪. Agora' শব্দের বাংলা পরিভাষা- [ প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (ক্যাশ) : ২১ ]
উত্তর: (খ) পণ্যাগার
৮৫. 'Township' এর বাংলা পরিভাষা কী? [ এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার: ২১ ]
উত্তর: (ঘ) উপশহর
৮৬. Editor' শব্দটির সঠিক পরিভাষা কোনটি? [ এনএসআই এর ওয়াচার কনস্টেবল : ২১ ]
উত্তর: (খ) সম্পাদক
৮৭. 'Graphic' এর বাংলা পরিভাষা কী? [ এনএসআই এর সহকারী পরিচালক : ২১ ]
উত্তর: (খ) রৈখিক
৮৮. 'Ameliorate' এর বাংলা পরিভাষা হলো- [ সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার : ২১ ]
উত্তর: (খ) উৎকর্ষ সাধন
৮৯. Ab initio' এর বাংলা পরিভাষা কী? [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক : ২১ ]
উত্তর: (গ) প্রারম্ভেই
৯০. 'Quack' এর পরিভাষা কোনটি? [ রাজউকের ইমারত পরিদর্শক : ২২ ]
উত্তর: (গ) হাতুড়ে
৯১. 'Lyric' শব্দের প্রতিশব্দ- [ সমন্বিত ৯ ব্যাংকের অফিসার : ২১ ]
উত্তর: (ঘ) গীতিকবিতা
৯২. নিচের কোনটি পারিভাষিক শব্দ? [ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা : ২২ ]
উত্তর: (গ) সাময়িকী
৯৩. 'Invoice' এর বাংলা পারিভাষিক রূপ কোনটি? [ ১৭তম শিক্ষক নিবন্ধন : ২২ ]
উত্তর: (ক) চালান
৯৪. Ad-hoc এর অর্থ কী? [ ১৭তম শিক্ষক নিবন্ধন : ২২ ]
উত্তর: (ঘ) ক ও খ উভয়ই
৯৫. Pandemic অর্থ- [ ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসার : ২২ ]
উত্তর: (গ) অতিমারি
৯৬. 'Index' এর পরিভাষা- [ ডাক বিভাগের উচ্চমান সহকারী : ২২ ]
উত্তর: (খ) নির্ঘণ্ট
৯৭. 'Keeper' শব্দের বাংলা পরিভাষা- [ স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার : ২২ ]
উত্তর: (গ) রক্ষক
৯৮. Allocation শব্দের বাংলা পরিভাষা- [ স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার : ২২ ]
উত্তর: (গ) মঞ্জুর
৯৯. Budget শব্দের মূল অর্থ? [ রেলওয়ের গার্ড : ২২ ]
উত্তর: (ঘ) থলে
১০০. 'White elephant' এর সঠিক অনুবাদ কোনটি? [ ডেসকোর সাব-স্টেশন অ্যাটেনডেন্ট: ২২ ]
উত্তর: (ঘ) ব্যয়বহুল
১০১. Secretary' এর পরিভাষা কোনটি? [ ডাক বিভাগের পোস্টম্যান: ২২ ]
উত্তর: (খ) সচিব
১০২. 'Rank' শব্দের বাংলা পরিভাষা কী? [ ৪৫তম বিসিএস ]
উত্তর: (খ) পদমর্যাদা
১০৩. অমিত্রাক্ষর ছন্দের ইংরেজি প্রতিশব্দ: [ পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর:২৩ ]
উত্তর: (গ) ব্লাংকভার্স
১০৪. 'Amendment' শব্দটির অর্থ- [ মাউশি'র হিসাব সহকারী: ২৩ ]
উত্তর: (ক) সংশোধনী
১০৫. পরিভাষার আক্ষরিক অর্থ- [ মাউশি'র হিসাব সহকারী: ২৩ ]
উত্তর: (খ) বিশেষ ভাষা
১০৬. Calligraphy কী? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ২৩ ]
উত্তর: (ক) হস্তলিপি বিদ্যা
১০৭. Out-Look এর অর্থ কি? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩ ]
উত্তর: (গ) দৃষ্টিভঙ্গি
১০৮. Allegory এর বাংলা পরিভাষা কোনটি? [ সমন্বিত ৭ ব্যাংকের অফিসার: ২৩ ]
উত্তর: (খ) রূপকধর্মী রচনা