আন্তর্জাতিক সেবা সংস্থা | International Service Organization

আন্তর্জাতিক সেবা সংস্থাগুলি হল এমন সংস্থা যা আন্তর্জাতিক স্তরে মানবিক সহায়তা প্রদান করে। এগুলি সরকারী, বেসরকারী সংস্থা (এনজিও) বা আন্তর্জাতিক সংস্থার মতো বিভিন্ন রূপ নিতে পারে। আন্তর্জাতিক সেবা সংস্থাগুলির কিছু উদাহরণের মধ্যে রয়েছে - রেডক্রস , রেডক্রিসেন্ট , অক্সফাম , স্কাউট আন্দোলন , অরবিস , লায়নস ক্লাব , কেয়ার ইত্যাদি ।

আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলন

  • International Red Cross and Red Crescent Movement
  • International Committee of the Red Cross (ICRC): ১৮৫৯ সালে অষ্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে Solfarina War- এর প্রেক্ষাপটে এটি গঠিত হয়। ১৮৬৩ সালের ৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়।
  • সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড। প্রতিষ্ঠাতা- হেনরি ডুরান্ট।
  • ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়।
  • International Federation of Red Cross and Red Crescent Societies (IFRC): ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
  • সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
  • ১৯৬৩ সালে ICRC এর সাথে যুগ্মভাবে শান্তিতে নোবেল পুরস্কার পায়। রেডক্রস বিশ্বের দুঃস্থ মানবতার সেবায় নিয়োজিত একটি আন্তর্জাতিক সংস্থা। মুসলিম বিশ্বে রেডক্রসের পরিবর্তিত নাম 'রেডক্রিসেন্ট', খ্রিস্টানদের কাছে রেডক্রস এবং ইসরাইলের নিকট রেড ক্রিস্টাল নামে পরিচিত। (লাল পটভূমির উপর সাদা চতর্ভুজ, ২০০৫ থেকে)

রোটারি ইন্টারন্যাশনাল

রোটারি ইন্টারন্যাশনাল (Rotary International)
প্রতিষ্ঠার উদ্দেশ্য বিশ্বব্যাপী ব্যবসায়ী ও শিল্পপতিদের পারস্পরিক সহযোগিতা এবং তাদের স্বার্থ সংরক্ষণের জন্য মানবকল্যাণমুখী সমাজ উন্নয়নমূলক আন্তর্জাতিক সংস্থা।
প্রতিষ্ঠাকাল ১৯০৫ খ্রি:
প্রতিষ্ঠাতা মার্কিন আইনজীবী পল পি হ্যারিস
সদর দপ্তর শিকাগো, যুক্তরাষ্ট্র

অক্সফাম ইন্টারন্যাশনাল

অক্সফাম ইন্টারন্যাশনাল ( Oxfam International )
পরিচিতি যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা। ২০টি সংস্থার সমন্বিত একটি কনফেডারেশন যা বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে।
প্রতিষ্ঠাকাল ১৯৪২
সদর দপ্তর লন্ডন, যুক্তরাজ্য
লক্ষ্য সমতাভিত্তিক বাণিজ্য ব্যবস্থা, শিক্ষা ঋণ ও সাহায্য, স্বাস্থ্য, HIV/ AIDS লিঙ্গ বৈষম্য, প্রাকৃতিক দূর্যোগ, গণতন্ত্র ও মানবাধিকার এবং জলবায়ু পরিবর্তন।

স্কাউট আন্দোলন

স্কাউট আন্দোলন (Scout Movement)
প্রতিষ্ঠাকাল ১৯২০ খ্রি: (কার্যক্রম শুরু: ১৯২২)
প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েল
সদস্য ১৬৯
সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড
বিভাগ * World Organization of the Scout Movement (WOSM): শুধুমাত্র ছেলেদের জন্য প্রতিষ্ঠান। বয়েজ স্কাউটদের সর্ববৃহৎ সম্মেলনকে বলা হয় জাম্বুরি। (১৭-২৬ বছর বয়সের)
* World Association of Girl Guides and Girl Scouts (WAGGGS): শুধুমাত্র মেয়েদের জন্য প্রতিষ্ঠান।

অরবিস ইন্টারন্যাশনাল

অরবিস ইন্টারন্যাশনাল (Orbis International)
প্রতিষ্ঠাকাল ১৯৮২ সালে [ কার্যক্রম চলছে ১২৭টি দেশে। ]
প্রতিষ্ঠাতা ডেভিড প্যাটোন
সদর দপ্তর নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
উদ্দেশ্য প্রতিরোধ করা সম্ভব এমন অন্ধত্ব নির্মূল করা ।
অরবিস উড়োজাহাজের অভ্যন্তরে পূর্ণাঙ্গ চক্ষু হাসপাতাল। এটি উড়ন্ত চক্ষু হাসপাতাল নামে পরিচিত । বাংলাদেশে এ পর্যন্ত ১০ বার অরবিস আসে (১মবার: ১৯৮৫ সালে; শেষবার ২০১৭ সালে)

লায়নস ক্লাব ইন্টারন্যাশনাল

লায়নস ক্লাব ইন্টারন্যাশনাল (Lions Club International)
পরিচিতি বিশ্বব্যাপী ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত সংস্থা
প্রতিষ্ঠাকাল ১৯১৭ সালে
প্রতিষ্ঠাতা মেলভিন জোন্স
সদর দপ্তর ইলিনয়, যুক্তরাষ্ট্র

স্মাইল ট্রেন (Smile Train)

স্মাইল ট্রেন (Smile Train)
প্রতিষ্ঠাকাল ১৯৯৯ সাল
পরিচিতি আন্তর্জাতিক দাতব্য সংস্থা (যুক্তরাষ্ট্র ভিত্তিক)
উদ্দেশ্য ঠোঁট কাটা, তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করে।

CARE

CARE (Co-operative for Assistance & Relief Everywhere)
প্রতিষ্ঠাকাল ১৯৪৫ সাল
পরিচিতি যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় বেসরকারী ত্রাণ ও উন্নয়ন সংস্থা
সদর দপ্তর আটলান্টা, যুক্তরাষ্ট্র
প্রধান নির্বাহী মিশেল নান
বাংলাদেশে কার্যক্রম শুরু: ১৯৭৪ সালে
নবীনতর পূর্বতন