আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা | International Human Rights Organization

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হলো এমন সংস্থা যারা সারা বিশ্বে মানবাধিকার রক্ষা ও প্রচারের জন্য কাজ করে। বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন রোধে এবং মানবাধিকার রক্ষায় কাজ করে এমন অসংখ্য সংস্থা রয়েছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য সংস্থা হল:

অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International)
প্রতিষ্ঠাকাল ২৮ মে, ১৯৬১ সাল
প্রতিষ্ঠাতা বৃটিশ আইনজ্ঞ পিটার বেনেনসন
সদর দপ্তর লন্ডন, যুক্তরাজ্য
উদ্দেশ্য বিশ্বব্যাপী মানবাধিকার সংরক্ষণ করা
Note সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। বাঙালি মহাসচিব ছিলেন - আইরিন খান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI)

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI)
TI এর পূর্ণরুপ Transparency International
প্রতিষ্ঠাকাল ১৯৯৩ সাল
প্রতিষ্ঠাতা পিটার ইজেন
সদর দপ্তর বার্লিন, জার্মানি
উদ্দেশ্য দুর্নীতি বিরোধী একটি বেসরকারী আন্তর্জাতিক সংস্থা।
Note * TIB = Transparency International Bangladesh.
* CPI = Corruption Perception Index.

হিউম্যান রাইটস ওয়াচ

হিউম্যান রাইটস ওয়াচ (Human Rights Watch)
পরিচিতি মানবাধিকার সম্পর্কিত আন্তর্জাতিক এন.জি.ও
প্রতিষ্ঠাকাল হেলসিংকি ওয়াচ- ১৯৭৮ সাল

হিউম্যান রাইট ওয়াচ- ১৯৮৬ সালে নামকরণ করা হয়।
সদর দপ্তর নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নবীনতর পূর্বতন