বিশ্বের বিখ্যাত সীমারেখা 
 
|  লাইন   | 
 বৈশিষ্ট্য   | 
 
|  ভারত-বাংলাদেশ সীমান্ত  | 
 বিশ্বের পঞ্চম দীর্ঘতম সীমান্ত অবস্থিত ভারত ও বাংলাদেশের মধ্যে, যার দৈর্ঘ্য ৪,০৫৩ কিমি। উল্লেখ্য, বিশ্বের দীর্ঘতম সীমান্ত অবস্থিত কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে।  | 
 
|  ডুরান্ড লাইন  | 
 স্যার হেনরি মর্টিমার ডুরান্ড কর্তৃক ১৮৯৬ সালে তৎকালীন ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা। বর্তমানে এটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।  | 
 
|  র্যাডক্লিফ লাইন  | 
 ১৯৪৭ সালে স্যার সাইবিল র্যাডক্লিফ কর্তৃক ভারত ও তৎকালীন পাকিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা। এটি বর্তমানে বাংলাদেশ ও ভারতের সীমানা চিহ্নিতকরণ রেখা।  | 
 
|  লাইন অব কন্ট্রোল  | 
 ভারত ও পাকিস্তানের সীমানা রেখা  | 
 
|  লাইন অব একচুয়াল কন্ট্রোল  | 
 ভারত ও চীনের সীমানা রেখা (কাশ্মীর সীমান্তে)  | 
 
|  ম্যাকমোহন লাইন  | 
 স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারত ও চীনের মধ্যে সীমানা রেখা  | 
 
|  ম্যানারহেইম লাইন  | 
 রাশিয়া-ফিনল্যান্ড সীমান্তে জেনারেল ম্যানরহেইম কর্তৃক নির্মিত সুরক্ষিত সীমারেখা।  | 
 
|  ম্যাকনামারা লাইন  | 
 যুক্তরাষ্ট্র কর্তৃক সাবেক উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম সীমান্তে নির্মিত বৈদ্যুতিক বেষ্টনী। দুই ভিয়েতনাম এক হয়ে যাওয়ায় এখন এর আর কোন অস্তিত্ব নেই।  | 
 
|  ম্যাজিনো লাইন  | 
 জার্মান আক্রমণ হতে রক্ষা পাবার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা।  | 
 
|  সিগফ্রিড লাইন  | 
 জার্মানি কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা।  | 
 
|  হিন্ডারবার্গ লাইন   | 
 প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি-পোল্যান্ডের মধ্যে নিরূপিত সীমারেখা।  | 
 
|  ওডারনিস লাইন  | 
 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি (সাবেক পূর্ব জার্মানি) ও পোল্যান্ডের মধ্যে নিরূপিত সীমারেখা।  | 
 
|  কার্জন লাইন  | 
 ১৯২০ সালে যুদ্ধের সময় পোল্যান্ড এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে চিহ্নিত সীমান্তবর্তী রেখা। এটি বর্তমানে পোল্যান্ড ও রাশিয়ার সীমানা চিহ্নিতকরণ রেখা।  | 
 
|  ওয়ালেস লাইন  | 
 উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে কল্পিত সীমারেখা।  | 
 
|  ফচ লাইন  | 
 প্রথম বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড ও লিথুনিয়ার মধ্যে চিহ্নিত সীমান্তবর্তী রেখা  | 
 
|  ব্লু লাইন  | 
 ইসরাইল ও লেবাননের সীমানা চিহ্নিতকরণ রেখা  | 
 
|  গ্রিন লাইন  | 
 ১৯৪৮ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল কর্তৃক প্রতিষ্ঠিত সীমারেখা।  | 
 
|  পার্পল লাইন   | 
 ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় প্রতিষ্ঠিত ইসরাইল-সিরিয়ার সীমানা চিহ্নিতকরণ রেখা।  | 
 
|  সনোরা লাইন  | 
 যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমানা চিহ্নিতকরণ রেখা।  | 
 
|  লাইন অব ডিমারকেশন  | 
 পর্তুগাল ও স্পেনের সীমানা চিহ্নিতকরণ রেখা  | 
 
|  মিলিটারি ডিমারকেশন লাইন  | 
 ১৯৫৩ সালে উত্তর ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধের সময় চিহ্নিত সীমান্তবর্তী রেখা  | 
 
|  নর্দান লিমিট লাইন  | 
 পীত সাগরে অবস্থিত উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চিহ্নিত সমুদ্রসীমা। |