মেটাসিটি (Metacity) এবং মেগাসিটি (Megacity)
মেটাসিটি (Metacity): ২ কোটি বা ২০ মিলিয়নের অধিক জনসংখ্যাপূর্ণ মেট্রোপলিটন সিটিকে মেটাসিটি বলে। ইউনিসেফের তথ্যমতে, পৃথিবীতে বর্তমানে ৩টি মেটাসিটি আছে। যথা-
- টোকিও, জাপান
- দিল্লী, ভারত
- সাও পাওলো, ব্রাজিল
মেগাসিটি (Megacity): ১ কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যাপূর্ণ মেট্রোপলিটন সিটিকে মেগাসিটি বলে। ইউনিসেফের তথ্যমতে, পৃথিবীতে বর্তমানে ২১টি মেগাসিটি আছে। যথা-
| মেগাসিটি | দেশ | Key Note |
|---|---|---|
| ১. টোকিও | জাপান | এশিয়া তথ্য বিশ্বের সবচেয়ে জনবহুল নগরী। আয়তনে এশিয়ার বৃহত্তম নগরী। |
| ২. দিল্লী | ভারত | দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবহুল নগরী। |
| ৩. সাওপাওলো | ব্রাজিল | দক্ষিণ আমেরিকার সবচেয়ে জনবহুল নগরী । |
| ৪. মুম্বাই | ভারত | বিশ্বের সর্বাধিক ঘনবসতিপূর্ণ নগরী । প্রতি বর্গকিলোমিটারে ২৯৬৫০ জন লোক বাস করে। |
| ৫. মেক্সিকো সিটি | মেক্সিকো | উত্তর আমেরিকা সবচেয়ে জনবহুল নগরী। |
| ৬. নিউইয়র্ক | যুক্তরাষ্ট্র | আয়তনে বিশ্বের বৃহত্তম নগরী। |
| ৭. সাংহাই | চীন | - |
| ৮. কলকাতা | ভারত | - |
| ৯. ঢাকা | বাংলাদেশ | ঢাকা বিশ্বের ৯তম মেগাসিটি |
| ১০. বুয়েনস আয়ার্স | আর্জেন্টিনা | আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম নগরী। |
| ১১. করাচি | পাকিস্তান | - |
| ১২. লস এনজেলস | যুক্তরাষ্ট্র | - |
| ১৩. বেইজিং | চীন | - |
| ১৪. রিও ডি জেনিরো | ব্রাজিল | - |
| ১৫. ম্যানিলা | ফিলিপাইন | - |
| ১৬. ওসাকা | জাপান | - |
| ১৭. কায়রো | মিশর | জনসংখ্যা ও আয়তনে আফ্রিকার বৃহত্তম নগরী। |
| ১৮. মস্কো | রাশিয়া | ইউরোপের সবচেয়ে জনবহুল নগরী। |
| ১৯. প্যারিস | ফ্রান্স | - |
| ২০. ইস্তাম্বুল | তুরস্ক | এই নগরীটি এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে বিস্তৃত। |
| ২১. লাগোস | নাইজেরিয়া | - |