বিশ্বের বৃহত্তম শহর / নগরী | মেটাসিটি ও মেগাসিটি

মেটাসিটি (Metacity) এবং মেগাসিটি (Megacity)

মেটাসিটি (Metacity): ২ কোটি বা ২০ মিলিয়নের অধিক জনসংখ্যাপূর্ণ মেট্রোপলিটন সিটিকে মেটাসিটি বলে। ইউনিসেফের তথ্যমতে, পৃথিবীতে বর্তমানে ৩টি মেটাসিটি আছে। যথা-

  1. টোকিও, জাপান
  2. দিল্লী, ভারত
  3. সাও পাওলো, ব্রাজিল

মেগাসিটি (Megacity): ১ কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যাপূর্ণ মেট্রোপলিটন সিটিকে মেগাসিটি বলে। ইউনিসেফের তথ্যমতে, পৃথিবীতে বর্তমানে ২১টি মেগাসিটি আছে। যথা-

মেগাসিটি
মেগাসিটি দেশ Key Note
১. টোকিও জাপান এশিয়া তথ্য বিশ্বের সবচেয়ে জনবহুল নগরী। আয়তনে এশিয়ার বৃহত্তম নগরী।
২. দিল্লী ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবহুল নগরী।
৩. সাওপাওলো ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে জনবহুল নগরী ।
৪. মুম্বাই ভারত বিশ্বের সর্বাধিক ঘনবসতিপূর্ণ নগরী । প্রতি বর্গকিলোমিটারে ২৯৬৫০ জন লোক বাস করে।
৫. মেক্সিকো সিটি মেক্সিকো উত্তর আমেরিকা সবচেয়ে জনবহুল নগরী।
৬. নিউইয়র্ক যুক্তরাষ্ট্র আয়তনে বিশ্বের বৃহত্তম নগরী।
৭. সাংহাই চীন -
৮. কলকাতা ভারত -
৯. ঢাকা বাংলাদেশ ঢাকা বিশ্বের ৯তম মেগাসিটি
১০. বুয়েনস আয়ার্স আর্জেন্টিনা আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম নগরী।
১১. করাচি পাকিস্তান -
১২. লস এনজেলস যুক্তরাষ্ট্র -
১৩. বেইজিং চীন -
১৪. রিও ডি জেনিরো ব্রাজিল -
১৫. ম্যানিলা ফিলিপাইন -
১৬. ওসাকা জাপান -
১৭. কায়রো মিশর জনসংখ্যা ও আয়তনে আফ্রিকার বৃহত্তম নগরী।
১৮. মস্কো রাশিয়া ইউরোপের সবচেয়ে জনবহুল নগরী।
১৯. প্যারিস ফ্রান্স -
২০. ইস্তাম্বুল তুরস্ক এই নগরীটি এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে বিস্তৃত।
২১. লাগোস নাইজেরিয়া -
নবীনতর পূর্বতন