বিশ্বের বিভিন্ন উপজাতি / আদিবাসী

আদিবাসী শব্দের ইংরেজি সমার্থক শব্দ হল Native peoples, Indegenous people, Tribe, Aborigines etc.

বিভিন্ন দেশের উপজাতি/ আদিবাসী
উপজাতি Key Notes
এস্কিমো ● পূর্ব সাইবেরিয়া (রাশিয়া), আলাস্কা (যুক্তরাষ্ট্র), কানাডা ও গ্রীনল্যান্ডের আদিবাসী জনগণ এস্কিমো নামে পরিচিত। এস্কিমোরা শিকারের জন্য কুকুর চালিত যে গাড়ি ব্যবহার করে তার নাম স্লেজ (Sledge)। এস্কিমোরা স্লেজ গাড়ি চালাতে আলাস্কান হাস্কি (Alaskan Husky) কুকুর ব্যবহার করে।
জুলু ● দক্ষিণ আফ্রিকার নাটালের উপজাতি।
কোজাক ● রাশিয়ার দক্ষিণাঞ্চল এবং ইউক্রেনে বসবাসকারী উপজাতির নাম।
তাতার ● রাশিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, ইউক্রেন, কিরগিজস্তান প্রভৃতি দেশে বসবাসকারী জাতি। বিখ্যাত তাতার নেতা ছিলেন চেঙ্গিস খান।
কুর্দি ● সিরিয়া, ইরাক, ইরান ও তুরস্কের অন্তর্গত কুর্দিস্থানের জাতি।
পিগমি ● মধ্য আফ্রিকার একটি জাতি। পৃথিবীর সবচেয়ে খর্বকায় জাতি। গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক কঙ্গো, কঙ্গো প্রজাতন্ত্র, রুয়ান্ডা, বুরুন্ডি, উগান্ডা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ক্যামেরুন, নিরক্ষীয় গিনি, গ্যাবন, অ্যাঙ্গোলা, বতসোয়ানা, নামিবিয়া, জাম্বিয়া দেশের অধিবাসী।
হটেনটট ● দক্ষিণ পশ্চিম আফ্রিকার নিগ্রোরা।
মাসাই ● কেনিয়া ও তাঞ্জানিয়ার সীমান্তে বসবাসকারী উপজাতি।
বুশম্যান ● বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকার আদিবাসী জাতি।
মাওরি ● নিউজিল্যান্ডের আদিবাসী জাতি।
রেড ইন্ডিয়ান ● আমেরিকার আদি অধিবাসী। কলম্বাস এদের 'রেড ইন্ডিয়ান' নাম লেন।
নাগা ● ভারতের নাগাল্যান্ডের পাহাড়ী উপজাতি ।
টোডা ● ভারতের কর্ণাটক রাজ্যের একটি উপজাতি। এদের সমাজে বহুস্বামী ভিত্তিক পরিবার দেখা যায় ।
বেদে ● ভারতবর্ষের যাযাবর জাতিবিশেষ।
শেরপা ● নেপাল ও তিব্বত সীমান্তে বসবাসকারী মঙ্গোলীয় বংশোদ্ভূত আদিবাসী ।
গুর্খা ● নেপালে বসবাসকারী একটি জাতি।
আফ্রিদি ● পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ওয়াজিরস্তানের উপজাতি।
ভাইকিং ● নরওয়ের প্রাচীন এক কঠোর পরিশ্রমী জাতি।
হুটু ও টুটসি ● রুয়ান্ডা ও বুরুন্ডির দুইটি জাতি।
বেদুইন ● উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়াতে ছড়িয়ে আছে। আরবের যাযাবর জাতি।
দিনকা ও নুয়ের ● দক্ষিণ সুদানে বসবাসকারী দুটি জাতি গোষ্ঠী।
নিগ্রো ● মধ্য ও দক্ষিণ-পশ্চিম আফ্রিকার কালো মানুষ। USA তেও কিছু বসবাস করে।
দ্রাবির ● দক্ষিণ ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় বসবাসকারী অনার্য জাতি।
ককেশীয় ● আরব, পার্সি, ইহুদি ও ইউরোপীয় অধিবাসীবৃন্দ।
উইঘুর ● চীনের উত্তর-পশ্চিম জিনজিয়াং প্রদেশে বসবাসকারী তুর্কী বংশোদ্ভূত মুসলিম জাতি।
নবীনতর পূর্বতন