আদিবাসী শব্দের ইংরেজি সমার্থক শব্দ হল Native peoples, Indegenous people, Tribe, Aborigines etc.
| উপজাতি | Key Notes |
|---|---|
| এস্কিমো | ● পূর্ব সাইবেরিয়া (রাশিয়া), আলাস্কা (যুক্তরাষ্ট্র), কানাডা ও গ্রীনল্যান্ডের আদিবাসী জনগণ এস্কিমো নামে পরিচিত। এস্কিমোরা শিকারের জন্য কুকুর চালিত যে গাড়ি ব্যবহার করে তার নাম স্লেজ (Sledge)। এস্কিমোরা স্লেজ গাড়ি চালাতে আলাস্কান হাস্কি (Alaskan Husky) কুকুর ব্যবহার করে। |
| জুলু | ● দক্ষিণ আফ্রিকার নাটালের উপজাতি। |
| কোজাক | ● রাশিয়ার দক্ষিণাঞ্চল এবং ইউক্রেনে বসবাসকারী উপজাতির নাম। |
| তাতার | ● রাশিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, ইউক্রেন, কিরগিজস্তান প্রভৃতি দেশে বসবাসকারী জাতি। বিখ্যাত তাতার নেতা ছিলেন চেঙ্গিস খান। |
| কুর্দি | ● সিরিয়া, ইরাক, ইরান ও তুরস্কের অন্তর্গত কুর্দিস্থানের জাতি। |
| পিগমি | ● মধ্য আফ্রিকার একটি জাতি। পৃথিবীর সবচেয়ে খর্বকায় জাতি। গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক কঙ্গো, কঙ্গো প্রজাতন্ত্র, রুয়ান্ডা, বুরুন্ডি, উগান্ডা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ক্যামেরুন, নিরক্ষীয় গিনি, গ্যাবন, অ্যাঙ্গোলা, বতসোয়ানা, নামিবিয়া, জাম্বিয়া দেশের অধিবাসী। |
| হটেনটট | ● দক্ষিণ পশ্চিম আফ্রিকার নিগ্রোরা। |
| মাসাই | ● কেনিয়া ও তাঞ্জানিয়ার সীমান্তে বসবাসকারী উপজাতি। |
| বুশম্যান | ● বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকার আদিবাসী জাতি। |
| মাওরি | ● নিউজিল্যান্ডের আদিবাসী জাতি। |
| রেড ইন্ডিয়ান | ● আমেরিকার আদি অধিবাসী। কলম্বাস এদের 'রেড ইন্ডিয়ান' নাম লেন। |
| নাগা | ● ভারতের নাগাল্যান্ডের পাহাড়ী উপজাতি । |
| টোডা | ● ভারতের কর্ণাটক রাজ্যের একটি উপজাতি। এদের সমাজে বহুস্বামী ভিত্তিক পরিবার দেখা যায় । |
| বেদে | ● ভারতবর্ষের যাযাবর জাতিবিশেষ। |
| শেরপা | ● নেপাল ও তিব্বত সীমান্তে বসবাসকারী মঙ্গোলীয় বংশোদ্ভূত আদিবাসী । |
| গুর্খা | ● নেপালে বসবাসকারী একটি জাতি। |
| আফ্রিদি | ● পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ওয়াজিরস্তানের উপজাতি। |
| ভাইকিং | ● নরওয়ের প্রাচীন এক কঠোর পরিশ্রমী জাতি। |
| হুটু ও টুটসি | ● রুয়ান্ডা ও বুরুন্ডির দুইটি জাতি। |
| বেদুইন | ● উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়াতে ছড়িয়ে আছে। আরবের যাযাবর জাতি। |
| দিনকা ও নুয়ের | ● দক্ষিণ সুদানে বসবাসকারী দুটি জাতি গোষ্ঠী। |
| নিগ্রো | ● মধ্য ও দক্ষিণ-পশ্চিম আফ্রিকার কালো মানুষ। USA তেও কিছু বসবাস করে। |
| দ্রাবির | ● দক্ষিণ ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় বসবাসকারী অনার্য জাতি। |
| ককেশীয় | ● আরব, পার্সি, ইহুদি ও ইউরোপীয় অধিবাসীবৃন্দ। |
| উইঘুর | ● চীনের উত্তর-পশ্চিম জিনজিয়াং প্রদেশে বসবাসকারী তুর্কী বংশোদ্ভূত মুসলিম জাতি। |