রাজিয়া খান (১৯৩৬-২০১১)
বাংলাদেশের উপন্যাসে নারী ভাবমূর্তি সৃষ্টিতে বিশেষ অবদান রাখেন রাজিয়া খান। পঞ্চাশের দশকে সাহিত্য ও সংস্কৃতির অনুরাগী ও প্রগতিবাদী লেখিকা হিসেবে প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
সাহিত্যিক উপাদান |
সাহিত্যিক তথ্য |
জন্ম |
রাজিয়া খান ১৬ ফেব্রুয়ারি, ১৯৩৬ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। |
প্রকৃত নাম |
প্রকৃত নাম রাজিয়া আমিন খান ৷ |
ব্যঙ্গ কলাম |
তিনি অবজারভার পত্রিকায় 'কালচার কেটল' শিরোনামে নিয়মিত ব্যঙ্গ কলাম লিখতেন। |
পুরস্কার |
তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৫), একুশে পদক (১৯৯৭) পান। |
উপন্যাস |
তাঁর রচিত উপন্যাসসমূহ: ‘বটতলার উপন্যাস' (১৯৫৮): এটি তাঁর প্রথম প্রকাশিত সার্থক ট্রাজিক উপন্যাস, যা তিনি মাত্র ১৮ বছর বয়সে লিখেন। মঈন নামক কেন্দ্রীয় চরিত্রের আত্মকথনের মধ্য দিয়ে ১৯৪৭ সালের দেশবিভাগের পরবর্তী সময়ের এ উপমহাদেশের সমাজ, সময় ও রাষ্ট্রের জটিল ও দ্বন্দ্বময় ঘাত-সংঘাত সার্থকভাবে ফুটে উঠেছে। ‘অনুকল্প' (১৯৫৯): এটি জটিল মনস্তাত্ত্বিক সার্থক উপন্যাস। দুজন যুবক-যুবতী, যারা বাল্যে একই মহিলার স্তন্যপান করেছিল, তাদের মধ্যকার প্রেমঘটিত মনস্তাত্ত্বিক পটভূমিতে এ উপন্যাস রচিত ‘দ্রৌপদী' (১৯৯৩): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। ‘প্রতিচিত্র' (১৯৭৬), ‘চিত্রকাব্য' (১৯৮০), ‘হে মহাজীবন’ (১৯৮৩), ‘পাদবিক’ (১৯৯৮), ‘উপসংহার’। |
মৃত্যু |
তিনি ২৮ ডিসেম্বর, ২০১১ সালে ঢাকায় মারা যান । |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন