আল মাহমুদ (১৯৩৬-২০১৯)
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। প্রথম পর্যায়ে তিনি গ্রামবাংলার গণমানুষের প্রবহমান জীবনধারা ও তার পটভূমি থেকে কাব্য রচনার উপাদান সংগ্রহ করেন, পরবর্তীতে তাঁর কবিতায় শহুরে জীবনের ছায়াপাত ঘটে। তিনি কবিতায় বাংলাদেশের লোকজ ঐতিহ্য ও লোকশব্দ ব্যবহারে কৃতিত্ব দেখিয়েছেন। ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাসদ (জাতীয় সমাজতান্ত্রিক দল) প্রতিষ্ঠিত ‘দৈনিক গণকণ্ঠ’ প্রকাশিত হলে তিনি এর প্রতিষ্ঠাতা সম্পাদক হন। ১৯৭৪ সালে তৎকালীন সরকারের নির্দেশে এ পত্রিকা বন্ধ করা হয় এবং সম্পাদককে গ্রেফতার করা হয় । জেলে থাকাকালে তিনি মার্কসবাদী আদর্শকে পরিত্যাগ করে ইসলামি আদর্শ গ্রহণ করেন ।
আল মাহমুদের সাহিত্যকর্ম
সাহিত্যিক উপাদান | সাহিত্যিক তথ্য |
---|---|
জন্ম | আল মাহমুদ ১১ জুলাই, ১৯৩৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন । |
প্রকৃত নাম | তাঁর প্রকৃত নাম মির আব্দুস শুকুর আল মাহমুদ |
শিক্ষাগত যোগ্যতা | তাঁর শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস |
পেশা | বঙ্গবন্ধুর সুপারিশে তিনি শিল্পকলা একাডেমির অফিসার পদে যোগদান করেন এবং ১৯৯৩ সালে পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর চট্টগ্রাম থেকে প্রকাশিত ‘দৈনিক কর্ণফুলি' পত্রিকার সম্পাদক হিসেবে যোগদান করেন । |
পুরস্কার | তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৮), একুশে পদক (১৯৮৭) পান । |
কাব্যগ্রন্থ | তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো : ‘লোক লোকান্তর' (১৯৬৩): এটি তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। ‘সোনালী কাবিন' (১৯৭৩): এটির প্রথমে নাম ছিলো ‘অবগাহনের শব্দ’। পরে তিনি এটির নামকরণ করেন ‘সোনালী কাবিন’। গ্রামীণ আবহে রচিত ৪৪টি কবিতার সংকলনে এ কাব্যগ্রন্থে তাঁর কবি প্রতিভা নিশ্চিত হয়েছে। এতে প্রকাশ পেয়েছে বঞ্চিতের ক্ষোভ, শ্রমিকের ঘাম, এ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ ‘গোল্ডেন কাবিন' নামে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয়। ‘কালের কলস’ (১৯৬৬), ‘মায়াবী পর্দা দুলে উঠো' (১৯৬৯), ‘অদৃষ্টবাদীদের রান্নাবান্না' (১৯৮০), ‘পাখির কাছে ফুলের কাছে' (১৯৮০), ‘বখতিয়ারের ঘোড়া’ (১৯৮৪), ‘দোয়েল ও দয়িতা' (১৯৯৭), ‘প্রেমের কবিতা' (২০০২), ‘দ্বিতীয় ভাঙ্গন’ (২০০২)। |
উপন্যাস | তাঁর রচিত উপন্যাসগুলো: ‘ডাহুকী’ (১৯৯২), 'কবি ও কোলাহল ’ (১৯৯৩), ‘উপমহাদেশ’ (১৯৯৩), ‘আগুনের মেয়ে' (১৯৯৫), ‘চেহারার চতুরঙ্গ’ (২০০০), ‘কাবিলের বোন' (২০০১) |
গল্পগ্রন্থ |
তাঁর গল্পগ্রন্থসমূহ: ‘পানকৌড়ির রক্ত’ (১৯৭৫), ‘সৌরভের কাছে পরাজিত' (১৯৮৩), ‘গন্ধবণিক’ (১৯৮৬), ‘ময়ূরীর মুখ' (১৯৯৪) |
বিখ্যাত পঙক্তি |
“আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে।” (নোলক) |
মৃত্যু | তিনি ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ সালে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে শুক্রবার রাত ১১:০৫ মিনিটে ইন্তেকাল করেন। |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: আল মাহমুদ mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (১৮)
১. আল মাহমুদের কাব্যগ্রন্থ্য কোনটি? [ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল এডজুট্যান্ট : ১৫ ]
উত্তর: (খ) সোনালী কাবিন
২. আল মাহমুদের কাব্যগ্রন্থ্য কোনটি? [ সহকারী আবহাওয়াবিদ : ০৭ ]
উত্তর: (গ) পাখির কাছে ফুলের কাছে
৩. আল মাহমুদের কাব্যগ্রন্থ্য কোনটি? [ ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা কর্মকর্তা : ১৩ ]
উত্তর: (খ) লোক লোকান্তর
৪. ‘কাবিলের বোন’-গ্রন্থের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) আল মাহমুদ
৫. আল মাহমুদের ‘পানকৌড়ির রক্ত’ কোন ধরনের রচনা? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক : ০৫ ]
উত্তর: (গ) কথাসাহিত্য
৬. লোক লোকান্তর কাব্যগ্রন্থটির রচয়িতা কে? [ বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায়ের মাঠ কর্মকর্তা : ১৩ ]
উত্তর: (গ) আল মাহমুদ
৭. 'বখতিয়ারের ঘোড়া' কাব্যগ্রন্থের লেখক কে ? [ চবি ]
উত্তর: (গ) সিকদার আমিনুল হক
৮. ”বখ্তিয়ারের ঘোড়া” কোন শ্রেণীর রচনা? [ কারা তত্ত্বাবধায়ক:১৩ ]
উত্তর: (খ) কাব্য
৯. 'কালের কলস' কোন ধরনের রচনা? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব / সহকারী পরিচালক (প্রশাসন) : ১৯ ]
উত্তর: (গ) কাব্য
১০. 'নোলক’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? [ বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (ক) সোনালী কাবিন
১১. আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? [ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ব্যক্তিগত সহকারী : ১৯ ]
উত্তর: (গ) দৈনিক গণকণ্ঠ
১২. ‘মিথ্যাবাদী রাখাল’ কাব্যটির রচয়িতা কোন কবি? [ ইসলামী বিশ্ববিদ্যালয় ]
উত্তর: (ঘ) আল মাহমুদ
১৩. কোনটি কবি আল মাহমুদের গ্রন্থ নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) শেষ ভাঙ্গন
১৪. ‘সোনালী কাবিন’ কাব্যের রচয়িতা কে? [ ১৫তম বিসিএস ]
উত্তর: (খ) আল মাহমুদ
১৫. কোনটি আল মাহমুদের গ্রন্থ নয় ? [ বাংলাদেশ রেলওয়ে সহকারী কমান্ডেট : ০৭ ]
উত্তর: (গ) হেমলকের পেয়ালা
১৬. ‘কালের কলস’ গ্রন্থটির রচয়িতা কে? [ খাদ্য পরিদর্শক : ১১ ]
উত্তর: (গ) আল মাহমুদ
১৭. আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) লোক লোকান্তর
১৮. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? [ সিজিএ এর অডিটর : ২২ ]
উত্তর: (ক) কাবিলের বোন