সিকান্দার আবু জাফর (১৯১৯-১৯৭৫)
প্রখ্যাত কবি, সংগীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক সিকান্দার আবু জাফর 'সমকাল' পত্রিকার জন্য স্মরণীয় হয়ে আছেন। যাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদ ও বাঙালি সংস্কৃতিচর্চার যে ধারা গড়ে ওঠে, তিনি ছিলেন তার অন্যতম পৃষ্ঠপোষক। ১৯৬৭ সালের জুন মাসে রবীন্দ্রসংগীত পাকিস্তানের আদর্শের পরিপন্থী- এই বক্তব্য উপস্থাপন করে পাকিস্তান সরকার রেডিও ও টেলিভিশন থেকে রবীন্দ্রসংগীত প্রচার বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করলে তিনি এর বিরোধিতা করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীনতা, দেশপ্রেম ও বিপ্লবের চেতনাসম্পন্ন অনেক গান রচনা করেন যা জনগণকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। তাঁর কবিতায় যুগযন্ত্রণা বলিষ্ঠভাবে প্রতিফলিত হয়েছে।
সাহিত্যিক উপাদান |
সাহিত্যিক তথ্য |
জন্ম |
সিকান্দার আবু জাফর ১৯১৯ সালে সাতক্ষীরা (তৎকালীন খুলনা) জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। (আদি নিবাস- পাকিস্তানের পেশোয়ার) |
প্ৰকৃত নাম |
প্ৰকৃত নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহাম্মদ বখ্ত সিকান্দার । |
সাংবাদিকতা |
তিনি কিছুকাল কলকাতার ‘দৈনিক নবযুগ' পত্রিকায় সাংবাদিকতা করেন। তাছাড়া তিনি ‘মাসিক সমকাল' (১৯৫৭) এর প্রতিষ্ঠাতা সম্পাদক, ‘দৈনিক ইত্তেফাক' (১৯৫৩)- এর সহযোগী সম্পাদক, ‘দৈনিক মিল্লাত’ এর (১৯৫৪)- প্রধান সম্পাদক ছিলেন। |
‘সমকাল' পত্রিকা |
‘সমকাল' পত্রিকা সম্পর্কে: ১৯৫৭ খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত সিকান্দার আবু জাফর সম্পাদিত ‘সমকাল' সমকালীন সময়ের প্রভাবশালী পত্রিকা। তৎকালীন পাকিস্তানে, বর্তমান বাংলাদেশের আধুনিক সাহিত্যের বীজতলা নির্মাণে ‘সমকাল' পত্রিকার ভূমিকা অপরিসীম। ষাটের দশকের সকল সাহিত্যিক এ পত্রিকায় লিখতেন।এ পত্রিকার হাত ধরেই অনেক সাহিত্যিক খ্যাতির শীর্ষে আরোহণ করেছেন বা প্রতিষ্ঠা লাভ করেছেন। |
সাহিত্যকর্ম |
তাঁর সাহিত্যকর্মসমূহ: কাব্যগ্রন্থ: ‘প্রসন্ন প্রহর' (১৯৬৫), ‘বৈরীবৃষ্টিতে' (১৯৬৫), ‘তিমিরান্তক' (১৯৬৫), ‘কবিতা' (১৯৬৮), ‘বৃশ্চিক লগ্ন'(১৯৭১)। উপন্যাস : ‘মাটি আর অশ্রু' (১৯৪২), 'পূরবী' (১৯৪৪), ‘নতুন সকাল' (১৯৪৫)। কিশোর উপন্যাস : ‘জয়ের পথে' (১৯৪২), ‘নবী কাহিনী’ (জীবনী-১৯৫১)। গল্পগ্রন্থ: ‘মতি আর অশ্রু’ (১৯৪১)। রূপক নাটক: ‘শকুন্ত উপাখ্যান' (১৯৫৮)। ঐতিহাসিক নাটক : ‘সিরাজউদ্দৌলা' (১৯৬৫)। জীবনী নাটক : ‘মহাকবি আলাওল' (১৯৬৫)। গানের সংকলন: ‘মালব কৌশিক' (১৯৬৯)। অনুবাদ: ‘রুবাইয়াৎ ওমর খৈয়াম' (১৯৬৬), ‘সিংয়ের নাটক’ (১৯৭১)। বিখ্যাত গান: ‘আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই' । |
মৃত্যু |
৫ আগস্ট, ১৯৭৫ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন