কাজী মোতাহার হোসেন (১৮৯৭-১৯৮১)
কাজী মোতাহার হোসেন ছিলেন বাংলাদেশের বিখ্যাত পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও পদার্থবিদ। শক্তিশালী লেখনীর মাধ্যমে তিনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে প্রেরণা যুগিয়েছিলেন। ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৫৭ সালে মওলানা ভাসানীর আয়োজিত ‘কাগমারী সম্মেলন’ এ সভাপতিত্ব করেন ।
সাহিত্যিক উপাদান
|
সাহিত্যিক তথ্য
|
জন্ম
|
কাজী মোতাহার হোসেন ৩০ জুলাই, ১৮৯৭ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লক্ষ্মীপুর গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস: বর্তমান রাজবাড়ী জেলার পাংশা থানার বাগমারা গ্রাম।
|
বিশেষত্ব ও সম্পাদনা
|
তিনি ‘মুসলিম সাহিত্য সমাজ' এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং এ সংগঠনের মুখপত্র 'শিখা' পত্রিকার ২য় ও ৩য় সংখ্যার সম্পাদক। সাহিত্য সমাজের নেতৃত্বে পরিচালিত বুদ্ধির মুক্তি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।
|
প্রতিষ্ঠাতা সদস্য
|
তিনি ‘বাংলা একাডেমি'র প্রতিষ্ঠাতা সদস্য।
|
দাবাড়ু
|
তিনি ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ দাবাড়ু ।
|
কাজী নজরুল ইসলাম তাকে যে নামে ডাকতেন
|
কাজী নজরুল ইসলাম তাকে আদর করে ‘মোতিহার' নামে ডাকতেন ।
|
স্রষ্টা
|
তিনি জনপ্রিয় ‘মাসুদ রানা' সিরিজের স্রষ্টা ।
|
তাঁর মেয়ে
|
বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য সনজীদা খাতুন তাঁর মেয়ে।
|
পুরস্কার
|
১৯৬০ সালে পাকিস্তান সরকার কর্তৃক 'সিতারা-ই- ইমতিয়াজ', ১৯৬৬ সালে 'বাংলা একাডেমি পুরস্কার", ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি, ১৯৭৯ সালে ‘স্বাধীনতা পুরস্কার' লাভ করেন।
|
অধ্যাপক
|
১৯৭৫ সালে বাংলাদেশ সরকার তাকে 'জাতীয় অধ্যাপক' হিসেবে সম্মানিত করে ।
|
সাহিত্যকর্ম
|
কাজী মোতাহার হোসেন এর সাহিত্যকর্মসমূহ:
প্রবন্ধ: ‘সঞ্চয়ন’ (১৯৩৭): এটি তাঁর প্রথম বিখ্যাত প্রবন্ধ সংকলন। ‘নজরুল কাব্য পরিচিতি' (১৯৫৫), ‘সেই পথ লক্ষ্য করে’ (১৯৫৮), ‘সিম্পোজিয়াম' (১৯৬৫), “গণিত শাস্ত্রের ইতিহাস” (১৯৭০), ‘আলোকবিজ্ঞান' (১৯৭৪)।
|
মৃত্যু
|
তিনি ৯ অক্টোবর, ১৯৮১ সালে মারা যান।
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন