বাংলা গদ্যের প্রাথমিক যুগের গুরুত্বপূর্ণ লেখক হিসেবে পরিচিত রামরাম বসু। তিনি বাংলা, সংস্কৃত, ফারসি ভাষায় পারদর্শি ছিলেন। প্রথম দিকে তিনি ভারতে খ্রিস্টধর্ম প্রচারের জন্য আসা মিশনারি পাদ্রীদের বাংলা শেখাতেন। তাঁর রচিত গদ্য ছিল ফারসি প্রভাবিত ।
রামরাম বসু (১৭৫৭-১৮১৩)
- রামরাম বসু ১৭৫৭ সালে হুগলী জেলার চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি কেরী সাহেবের মুন্সি নামে পরিচিত। কারণ, তিনি ১৭৯৩-১৭৯৬ খ্রিস্টাব্দ পর্যন্ত উইলিয়াম কেরীকে বাংলা শেখান ।
- তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের পণ্ডিত ছিলেন।
- রামরাম বসু ৭ আগস্ট, ১৮১৩ সালে মারা যান ৷
রামরাম বসুর সাহিত্যকর্ম কী কী ?
‘রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১): এটি বাঙালির লেখা, বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত গ্রন্থ ও বাংলা গদ্যে প্রথম জীবনচরিত। ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তকের অভাব দূর করার জন্য তিনি এটি রচনা করেন। এ গ্রন্থটি রচনার জন্য তিনি কলেজ থেকে তিনশত টাকা পারিতোষিক পান ।
“লিপিমালা” (১৮০২): এটি প্রথম বাংলা পত্রসাহিত্য।
‘খৃস্টস্তব’, ‘হরকরা’, ‘জ্ঞানোদয়’, ‘খৃস্ট বিবরণামৃতং '।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: রামরাম বসু mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (০৬)
১. বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী অফিসার : ০৫ ]
উত্তর: (ঘ) রাজা প্রতাপাদিত্য চরিত্র
২. লিপিমালা “ রচনা করেছেন কে ? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৫ ]
উত্তর: (ক) রামরাম বসু
৩. কেরি সাহেবের মুন্সি বলা হয় কাকে ? [ বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ০৫ ]
উত্তর: (ক) রামরাম বসুকে
৪. বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কী? [ পিএসসি কর্তৃক ১২ টি পদ : ০১ ]
উত্তর: (ঘ) রাজা প্রতাপাদিত্য চরিত্র
৫. ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র ‘ গ্রন্থটির প্রণেতা- [ ৩৬তম বিসিএস ]
উত্তর: (গ) রামরাম বসু
৬. কোনটি রামরাম বসুর লেখা ? [ সহকারী রাজস্ব কর্মকর্তা : ১৫ ]
উত্তর: (ক) লিপিমালা