উইলিয়াম কেরী


উইলিয়াম কেরী (১৭৬১-১৮৩৪)

উইলিয়াম কেরী ছিলেন মিশনারি ও বাংলায় গদ্যপাঠ্য পুস্তকের প্রবর্তক। তিনি আধুনিক মিশনসমূহের জনক নামে পরিচিত। তিনি ‘ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি'র অন্যতম প্রতিষ্ঠাতা। বাংলা গদ্যের সূচনাকালীন অবদান, বাংলা লিপির সংস্কার এবং এদেশীয় কৃষ্টি, উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যা নিয়ে গবেষণার জন্য তিনি অমর হয়ে থাকবেন । তাঁর মূল পেশা ছিল পাদুকা নির্মাণ ।

উইলিয়াম কেরীর সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদান সাহিত্যিক তথ্য
জন্ম উইলিয়াম কেরী ১৭ আগস্ট, ১৭৬১ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের নর্দানটন শায়ারের পলারসপ্যুরি গ্রামে জন্মগ্রহণ করেন ।
ভারত আগমন তিনি ১৭৯৩ সালে ধর্ম প্রচারের জন্য ভারতে আসেন।
ফোর্ট উইলিয়াম কলেজ তিনি বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে ১৮০১ সালের মে মাসে ফোর্ট উইলিয়াম কলেজে যোগদান করেন।
শ্রীরামপুর মিশন তিনি ১০ জানুয়ারি, ১৮০০ খ্রিস্টাব্দে ‘শ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠা করেন ।‘শ্রীরামপুর মিশন’ থেকে মুদ্রিত প্রথম গ্রন্থ ‘মথি রচিত মিশন সমাচার': এটি ১৮ মার্চ, ১৮০০ সালে প্রকাশিত হয় ।
বাংলা ব্যাকরণ কেরী রচিত ইংরেজিতে বাংলা ব্যাকরণের নাম ‘এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ' (১৮০১)।
সম্পাদনা তিনি ‘রামায়ণ’ সম্পাদনা (১৮০৬-১৮১০) করেন ।
বোর্ডিং স্কুল ১৮১০ সালে দরিদ্র খ্রিস্টান সন্তানদের জন্য উইলিয়াম কেরী কলকাতায় বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন ।
সংগঠন তিনি ‘এগ্রি-হার্টিকালচারাল সোসাইটি' (১৮২৩) প্রতিষ্ঠা করেন ।
বাইবেল বাইবেলের প্রথম বাংলা অনুবাদক উইলিয়াম কেরী। তিনি খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে বাইবেলের বাংলা অনুবাদ করেন।
গ্রন্থসমূহ ‘কথোপকথন’ (১৮০১): এটি বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ এবং বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন। একাধিক মানুষের মুখের সাধারণ কথা বা কথোপকথন বা ডায়লগ এ গ্রন্থের উপজীব্য।
‘ইতিহাসমালা’ (১৮১২): এটি বাংলা ভাষার প্রথম গল্পগ্রন্থ। বাংলার নানা অঞ্চলে প্রচলিত প্রায় ১৫০টি গল্পের সংকলন এ গ্রন্থটি।
মৃত্যু তিনি ৯ জুন, ১৮৩৪ খ্রিস্টাব্দে মারা যান।

এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন