খ্রিস্টান ধর্মের অনুসারী, আঠার শতকের কবি ও বাংলা ভাষার কবিয়াল এন্টনি ফিরিঙ্গি। তিনি জাতিতে ছিলেন পর্তুগিজ। ইউরোপীয় ছিলেন বলে তিনি ‘ফিরিঙ্গি' আখ্যা পান। তার প্রকৃত নাম এন্টনি হেন্সম্যান। তার বাবা ছিলেন পর্তুগিজ এবং মা বাঙালি ।
এন্টনি ফিরিঙ্গি (১৭৭০-১৮৩৬)
এন্টনি ফিরিঙ্গি আনুমানিক ১৭৭০ সালে কলকাতার শ্যামনগরে জন্মগ্রহণ করেন।
তিনি সৌদামিনি নামক এক হিন্দু ব্রাহ্মণ বিধবাকে সতীদাহের চিতা থেকে উদ্ধার করে বিয়ে করেন।
তিনি কলকাতার বউবাজারে ‘ফিরিঙ্গি কালী মন্দির' প্রতিষ্ঠা করেন।
তাকে নিয়ে নির্মিত চলচ্চিত্র: উত্তম কুমার অভিনীত ‘এন্টনি ফিরিঙ্গি' (১৯৬৭), প্রসেনজিৎ অভিনীত 'জাতিস্মর' (২০১৪)। (জাতিস্মর অর্থ যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে)
তিনি আনুমানিক ১৮৩৬ সালে মারা যান ।
তাঁর বিখ্যাত গান
আমি ভজন সাধন জানি নে মা
নিজে তো ফিরিঙ্গি,
যদি দয়া করে কৃপা কর / হে শিবে মাতঙ্গী।