এন্টনি ফিরিঙ্গি (১৭৭০-১৮৩৬)
খ্রিস্টান ধর্মের অনুসারী, আঠার শতকের কবি ও বাংলা ভাষার কবিয়াল এন্টনি ফিরিঙ্গি। তিনি জাতিতে ছিলেন পর্তুগিজ। ইউরোপীয় ছিলেন বলে তিনি ‘ফিরিঙ্গি' আখ্যা পান। তার প্রকৃত নাম এন্টনি হেন্সম্যান। তার বাবা ছিলেন পর্তুগিজ এবং মা বাঙালি ।
এন্টনি ফিরিঙ্গি'র সাহিত্যকর্ম
সাহিত্যিক উপাদান | সাহিত্যিক তথ্য |
---|---|
জন্ম | এন্টনি ফিরিঙ্গি আনুমানিক ১৭৭০ সালে কলকাতার শ্যামনগরে জন্মগ্রহণ করেন। |
বিবাহ | তিনি সৌদামিনি নামক এক হিন্দু ব্রাহ্মণ বিধবাকে সতীদাহের চিতা থেকে উদ্ধার করে বিয়ে করেন। |
মন্দির | তিনি কলকাতার বউবাজারে ‘ফিরিঙ্গি কালী মন্দির' প্রতিষ্ঠা করেন। |
চলচ্চিত্র | তাকে নিয়ে নির্মিত চলচ্চিত্র: উত্তম কুমার অভিনীত ‘এন্টনি ফিরিঙ্গি' (১৯৬৭), প্রসেনজিৎ অভিনীত 'জাতিস্মর' (২০১৪)। (জাতিস্মর অর্থ যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে) |
বিখ্যাত গান |
আমি ভজন সাধন জানি নে মা নিজে তো ফিরিঙ্গি, যদি দয়া করে কৃপা কর হে শিবে মাতঙ্গী। |
মৃত্যু | তিনি আনুমানিক ১৮৩৬ সালে মারা যান । |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন