মহামেডান লিটারেরি সোসাইটি / বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি

মহামেডান লিটারেরি সোসাইটি

১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে নবাব সিরাজদ্দৌলার পতনের পর ইংরেজ শাসকদের সঙ্গে পরিপূর্ণ সহযোগিতার জন্য এদেশীয় হিন্দুরা জীবনের বিবিধ ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে সাহিত্যক্ষেত্রেও সুযোগ্য স্থান লাভ করতে সক্ষম হয়েছিল। তাই বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রাথমিক পর্যায়ে সাহিত্যের যে বিচিত্র বিকাশ হয়েছে তা প্রধানত হিন্দু সাহিত্যিকদের প্রচেষ্টার ফল । আবদুল লতিফ ‘মহামেডান লিটারেরি সোসাইটি' নামে ১৮৬৩ খ্রিস্টাব্দে একটি সাহিত্য সমিতি গঠন করেন। মুসলমানেরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হোক, স্বাধীন চিন্তাধারার বিকাশ ও স্বকীয় অবস্থার পর্যালোচনার মাধ্যমে জাতীয় জীবনের উন্নতি সাধন করুক --এই ছিল সমিতির উদ্দেশ্য। এই সমস্ত প্রচেষ্টার ফলেই দেখা যায়, মুসলমানেরা বাংলা সাহিত্যের সাধনায় আত্মনিয়োগ করে নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশে একান্তই তৎপর হয়ে ওঠে এবং আধুনিক বাংলা সাহিত্যে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়।

বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি

বাঙালি মধ্যবিত্তের সাহিত্যচর্চা ও সাধনার পীঠভূমি বঙ্গীয় সাহিত্য পরিষদ' প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৯৫ সালে। সেখানে মুসলমানদের গুরুত্ব উপেক্ষিত হওয়ায় ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয় 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'। এর প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন ডঃ মুহম্মদ শহীদুল্লাহ, মুহম্মদ মোজাম্মেল হক, কাজী ইমদাদুল হক, মওলানা আকরাম খাঁ, কমরেড মুজাফ্ফর আহমেদ প্রমুখ। এই সমিতির পত্রিকা ছিল বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা। এই সমিতির অফিস ছিল কলকাতার ৩২ নং কলেজ স্ট্রিটে।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: মহামেডান লিটারেরি সোসাইটি, বংঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (১৫)

১. 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়-- [ ৪৩ তম বিসিএস ]

উত্তর: (গ) ১৯১১ সালে

২. মুক্তবুদ্ধির লেখক হিসাবে বিশেষ উল্লেখযোগ্য- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) কাজী আব্দুল ওদুদ

৩. মহামেডান লিটারেরি সোসাইটি গঠিত হয় কত খ্রিস্টাব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) ১৮৬৩

৪. 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'- এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? [ ১৬ তম (বিশেষ) বিসিএস ]

উত্তর: (ঘ) শিখা

৫. ঢাকা মুসলিম সাহিত্য সমাজের লেখক নন- [ পূবালী ব্যাংক লিমিটেড প্রবেশনারি অফিসার : ২৩ ]

উত্তর: (ঘ) আবু জাফর

৬. ‘রেখাচিত্র’ কার রচনা? [ গণমাধ্যম ইনস্টিটিউট || সহকারী পরিচালক (বেতার প্রকৌশল প্রশিক্ষণ) : ০৩ ]

উত্তর: (খ) আবুল ফজল

৭. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’-এর প্রধান লেখক ছিলেন- [ ১৫ তম বিসিএস ]

উত্তর: (ক) কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ

৮. ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রতিষ্ঠা কোন খ্রিষ্টাব্দে? [ ২৪ তম বিসিএস (বাতিল) ]

উত্তর: (ক) ১৯২৬

৯. ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর মুখপত্র ছিল- [ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা : ০৫ ]

উত্তর: (ক) শিখা

১০. ‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা? [ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের টেলিফোন বোর্ড সহকারী পরিচালক/হিসাবরক্ষণ কর্মকর্তা : ০৪ ]

উত্তর: (খ) আত্মজীবনী

১১. 'শিখা' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) আবুল হুসেন

১২. আবুল ফজল এর কোন রচনাটি আত্মকাহিনী মূলক? [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার : ১৭ ]

উত্তর: (ক) রেখাচিত্র

১৩. বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) ১৮৯৩

১৪. ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটির রচয়িতা কে? [ ২৪ তম বিসিএস (বাতিল) ]

উত্তর: (গ) কাজী আবদুল ওদুদ

১৫. 'মোহামেডান লিটারেরি সোসাইটি' এর প্রতিষ্ঠাতা কে ? [ ঢাকা বিশ্ববিদ্যালয় - খ ইউনিট : ২০০৩-০৪ ]

উত্তর: (ক) নওয়াব আবদুল লতিফ

    নবীনতর পূর্বতন