প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৭ (রাজশাহী বিভাগ)
পরীক্ষার তারিখ : ২০০৭
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৯০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০
বি: দ্র: প্রত্যেক প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ (রচনামূলক)-৫০
[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]
৪১. ইংরেজিতে অনুবাদ করুন:
১০
- ক. তিনি সমস্ত বাধা চূর্ণ করে ফেললেন।
- খ. আমার বন্ধুর হয়ে কাজ চালাচ্ছি।
- গ. তাঁর পুস্তকের বিরুদ্ধে অনেক সমালোচনা হল।
- ঘ. বইয়ের দোকানে হঠাৎ তোমার বন্ধুর সঙ্গে আমার দেখা হল।
- ঙ. প্রাচীন আরববাসীরা মূর্তিপূজা করত।
- চ. ক্লাসের সবচেয়ে ভালো ছেলের সঙ্গে সমান তালে চলবার চেষ্টা করো ।
- ছ. মল্লযোদ্ধাদ্বয় পরস্পরকে আক্রমণ করল।
- জ. ছেলেটি দেখতে তার বাবার মতো।
- ঝ. কালক্রমে সে বিখ্যাত বক্তা হয়ে উঠল।
- ঞ. তিনি অল্পদিন হল একটি বাড়ি কিনেছেন।
৪২. বাংলা অনুবাদ করুন:
১০
- a. His connection with us has been broken off.
- b. It only courage that carried him through the crisis.
- c. How did all these come about?
- d. The new government have done away with the order.
- e. You should go through with what you undertake.
- f. Do you put up in a hotel?
- g. Do not run into debt if you can avoid it.
- h. I turned the opportunity into account.
- I. I am much obliged to you.
- j. He was born at the village of Chandpur in the district of Natore.
৪৩. নিচের যে কোন একটি বিষয় অবলম্বনে বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্য):
৫
- ক. একটি সূর্যোদয়;
- খ. জনসংখ্যা বিস্ফোরণ;
- গ. সন্ত্রাসমুক্ত বাংলাদেশ
৪৪. নিচের যে কোন একটি বিষয় অবলম্বনে ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন। (কমপক্ষে দশটি বাক্য):
৫
- a. Your favourite sport
- b. Extreme weather
- c. A haunted house
৪৫. ভাব ঠিক রেখে নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশ মত পরিবর্তন/ব্যবহার করুন:
৫
- ক. প্রৌঢ় (সন্ধি বিচ্ছেদ):
- খ. হাতঘড়ি (ব্যাসবাক্যসহ সমাস):
- গ. বিশ্লেষণ ( বিপরীতার্থক শব্দ):
- ঘ. বিদুরের খুদ। (বাক্য রচনা):
- ঙ. পূর্বজন্মের কথা স্মরণ থাকে যার। (এক কথায় প্রকাশ):
৪৬. Change/use the following words/sentences as directed -
৫
- a. Go to the dogs. (make sentence):
- b.Play false (make sentence):
- c. Everybody should admit the truth (negative sentence):
- d. I have never been to Singapore (interrogative sentence):
- e. He said, "How charming the sight is (indirect narration):
৪৭. একজন লোক প্রতিটি ৩,০০,০০০ টাকা হিসাবে দুইটি বাড়ি বিক্রি করেন। প্রথম বাড়িটি বিক্রি করে তাঁর ২০% লাভ এবং দ্বিতীয়টি বিক্রি করে তাঁর ২০% ক্ষতি হল। বাড়ি দুইটি বিক্রি করে তাঁর শতকরা কত লাভ বা ক্ষতি হল নির্ণয় করুন।
৫
৪৮. সমাধান করুন:
৫