প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৭ (চট্রগ্রাম বিভাগ)

প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৭ (চট্রগ্রাম বিভাগ)

পরীক্ষা অনুষ্ঠিত হয় : ২০০৭
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৯০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০

বি: দ্র: প্রত্যেক প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ (রচনামূলক)-৫০

[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]

৪১. ইংরেজিতে অনুবাদ করুন: ১০
  • ক. সে তিন ঘণ্টায় কাজটি শেষ করেছিল।
  • খ. চারদিনে রোগী আরোগ্য লাভ করল।
  • গ. জনাব রফিক ছয়দিন যাবৎ স্কুলে অনুপস্থিত আছেন।
  • ঘ. তিনি তাঁর সম্পত্তি দুই ছেলের মধ্যে ভাগ করে দিলেন।
  • ঙ. কাজটি হয় মনোযোগ দিয়ে করো, নয়তো ছেড়ে দাও।
  • চ. সে আমার ছেলে ছাড়া আর কেউ নয়।
  • ছ. আমাদের দেশে এমন লোকের দরকার যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক।
  • জ. তার পোশাক ছিল তুষারের মত সাদা।
  • ঝ. হরিণটি এতো দ্রুত দৌড়ালো যে বাঘটি তাকে ধরতে পারল না।
  • ঞ. সে বাইরে যেতে না যেতেই ঝড় উঠলো।
৪২. বাংলায় অনুবাদ করুন: ১০
  • a. It is high time you completed the work.
  • b. All kinds of smoke pollute the air.
  • c. The seeds are so good that all of them have sprouted.
  • d. There is no room on this bench.
  • e. He had to give up his job because of ill health.
  • f. She fell behind on her studies.
  • g. Over-exercise acts upon one's health.
  • h. The examination comes off on Monday next.
  • I. I should like to get at the truth.
  • j. The matter has now got out of my hand.
৪৩. নিচের যে কোন একটি বিষয় অবলম্বনে বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্য):
  • ক. একটি রেলওয়ে স্টেশন
  • খ. বন সংরক্ষণ
  • গ. পরম সহিষ্ণুতা
৪৪. নিচের যে কোন একটি বিষয় অবলম্বনে ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্য):
  • a. Your favourite novel:
  • b. An old photograph:
  • c. A powerful nation
৪৫. ভাব ঠিক রেখে নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন/ব্যবহার করুন:
  • ক. উদ্যোগ (সন্ধি-বিচ্ছেদ):
  • খ. সবিনয় (ব্যাসবাক্যসহ সমাস):
  • গ. প্রচ্ছন্ন (বিপরীতার্থক শব্দ):
  • ঘ. নয়ছয় (বাক্য রচনা):
  • ঙ. কোথাও নত কোথাও উন্নত (এক কথায় প্রকাশ):
৪৬. Change/use the following words/sentences as directed:
  • a. Call in question (make sentence)
  • b. Point blank (make sentence)
  • c. The gate was shut at night (negative sentence)
  • d. No one can do this (interrogative sentence)
  • e. He said, 'What a fool I am!' (Indirect narration)
৪৭. একজন প্রকাশক প্রতিটি বই ১৬.০০ টাকা দামে বিক্রি করেন। প্রকাশকের সাথে লেখকের চুক্তি হয় যে, প্রকাশক প্রথম ৫,০০০ বিক্রিত কপির প্রতিটির জন্য লেখককে ৭.৫% হারে, পরবর্তী ১০,০০০ কপির প্রতিটির জন্য ১০% হারে এবং অবশিষ্ট বিক্রিত প্রতিটি কপির জন্য ১২.৫% হারে টাকা দেবেন। প্রকাশক মোট ১৭,৮০০ কপি বই বিক্রি করলে, লেখক কত টাকা পাবেন ?
৪৮. সমাধান করুন:
1 x + 1 x + 1 = 9 20
নবীনতর পূর্বতন