প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৮-(মেঘনা)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৮-(মেঘনা)

পরীক্ষা অনুষ্ঠিত হয় : ৩১ অক্টোবর ২০০৮
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৯০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০ (৪০ মিনিট)
কোড নেম: মেঘনা
সেট নং- ০১

জেলার নাম: চট্টগ্রাম , হবিগঞ্জ , সুনামগঞ্জ , সিলেট , চাঁদপুর , লক্ষীপুর , ফেনী , বরগুনা , মৌলভীবাজার , বাগেরহাট , বগুড়া ।

বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ রচনামূলক প্রশ্ন

[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৫০ ]

[ দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক ]

৪১. ইংরেজিতে অনুবাদ করুন : ১০
  • ক. সংবাদপত্র পাঠের উপযোগিতা বলে শেষ করা যায় না।
  • খ. সংবাদপত্র, সমগ্র বিশ্বকে আমাদের দোরগোড়ায় এনে দেয়।
  • গ. সংবাদপত্র পড়ে আমরা দেশ বিদেশের সব ধরনের তথা জানতে পারি ।
  • ঘ. এতে সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন এবং সরকার পরিবর্তনের খবরাখবর আমরা পাই।
  • ঙ. যারা ক্রিকেট, ফুটবল, হকি প্রভৃতি খেলায় আগ্রহী তারা সংবাদপত্র থেকে এসব খেলার খবর পেতে পারে।
  • চ. যারা চলচ্চিত্র ও নাটকে আগ্রহী তারা চলচ্চিত্রের খবরাখবর এ থেকে পেয়ে থাকে।
  • ছ. সংবাদপত্রের মাধ্যমে আমরা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি সম্বন্ধে জানতে পারি।
  • জ. মহাশূন্য গবেষণা থেকে শুরু করে শেয়ার বাজার, রেলওয়ে সময়সূচী, বিজ্ঞাপন, দরপত্র বিজ্ঞপ্তি এবং বাবসার তথ্য সবই এতে স্থান পায় ।
  • ঝ. সংবাদপত্র খুবই শিক্ষামূলক হতে পারে যদি আমরা বুঝতে পারি আমাদের কি পড়তে হবে।
  • ঞ. সুতরাং সংবাদপত্র পাঠে এক ঘণ্টা সময় ব্যয় করা হলে সেটা হবে সময়ের যথাযথ ব্যবহার।
৪২. বাংলায় অনুবাদ করুন : ১০
  • a. A dictionary is a book where we find meaning of words.
  • b. It is a very useful thing.
  • c. The student life cannot be imagined without a dictionary.
  • d. In 1225, the first dictionary was published in Latin language.
  • e. In 1552, the English dictionary was published.
  • f. It was published by Richard Wholoat.
  • g. Dictionary has a great use in everyday life.
  • h. Dictionary may be of various kinds.
  • i. Many students have a bad habit that they do not want to handle a dictionary.
  • j. As a result their knowledge cannot be increased.
৪৩. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
  • ক. ডিশ এন্টেনার প্রভাব
  • খ. একাকীত্ব
৪৪. নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
  • ক. Baishakhi Mela
  • খ. Internet Communication
৪৫. ভাব ঠিক রেখে নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন করুন:
  • ক. নির্জল (সন্ধি-বিচ্ছেদ);
  • খ. অপয়া (ব্যাসবাক্যসহ সমাস):
  • গ. গুপ্ত (বিপরীতার্থক শব্দ):
  • ঘ. গৌরচন্দ্রিকা ( বীক্য রচনা)
  • ঙ. কণ্ঠের সমীপে (এক কথায় প্রকাশ)
৪৬. Change the following words/sentences as directed:
  • a. End in smoke (Make sentence)
  • b. With a view to (Make sentence)
  • c. Saqib always remember's you (Make it negative sentence)
  • d. I never went to Cor's Bazar (Make it interrogative sentence)
  • e. The teacher said to the students. "The more you read, the more you learn" (Make it indirect speech)
৪৭. একটি দ্রব্য বিক্রয় করায় ২০% লোকসান হল দ্রব্যটির ক্রয়মূল্য ৫০০ টাকা। আরও কত টাকা বেশী মূল্যে বিক্রয় করলে ১০% লাভ হত ?
৪৮. সমাধান করুন:

(3x + 5) (6x - 7)= (3x + 2)(9x - 13)-(3x + 1)(3x - 1)

أحدث أقدم