প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৮-(দড়াটানা)
পরীক্ষার তারিখ : ৩১ অক্টোবর, ২০০৮
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৯০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০ (৪০ মিনিট)
কোড নেম: দড়াটানা
সেট নং- ০১
জেলার নাম: রাজশাহী , লালমনিরহাট , জয়পুরহাট , নারায়ণগঞ্জ , গাইবান্ধা , ঠাকুরগাঁও , রংপুর , পাবনা , গাজীপুর ।
বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ রচনামূলক প্রশ্ন
[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৫০ ]
[ দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক ]
৪১. ইংরেজিতে অনুবাদ করুন :
১০
- ক. পাছে ছেলেটি খারাপ হয় সেইজন্য পিতা তাহার উপর সর্বদা চোখ রাখেন।
- খ. বইখানি অনেক হাত ফিরিয়াছে।
- গ. আমি এ বিষয়ে তাহার চোখ ফুটাইয়া দিলাম।
- ঘ. বাতাস যে জোরে বইছে তাতে দ্রুত মেঘ কেটে যাবে।
- ঙ. যে ছাগলটি বাগানে ঢুকিয়াছিল সেটাকে তাড়াইয়া দেওয়া হইয়াছে।
- চ. তুমি খুব বুদ্ধিমানের মত কাজ কর নি।
- ছ. আমাদের দেশে এমন লোকের দরকার যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক।
- জ. তিনি সমস্ত বাধা চূর্ণ করে ফেললেন।
- ঝ. মাঠের ভিতর দিয়া প্রবহমান নদী মাটিকে উর্বরা করে।
- ঞ. সভায় এত বেশী লোক আসিয়াছিল যে কতককে দাঁড়াইয়া থাকিতে হইয়াছিল।
৪২. বাংলায় অনুবাদ করুন :
১০
- a. Industry is the root of all progress.
- b. Do not run into debt if you can avoid.
- c. I gave him such a scolding as to cause him to be silent.
- d. The books is the work of several hands.
- e. Example is better than precept.
- f. Territorial freedom is not the only freedom of man.
- g. It is high time you completed the work.
- h. All kinds of smoke pollute the air.
- i. It is the duty of every conscious citizen to protect wildlife.
- j. There is no room on this bench.
৪৩. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. শেখার উত্তম উপায়
- খ. একজন মাদকাসক্ত বাসচালক
৪৪. নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. A Forgettable Trip
- খ. Street-beggar
৪৫. ভাব ঠিক রেখে নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন করুন:
৫
- ক. অরণ্য (সন্ধি-বিচ্ছেদ);
- খ. চৌরাস্তা (ব্যাসবাক্যসহ সমাসের নাম):
- গ. দুর্বার (বিপরীত শব্দ):
- ঘ. কংস মামা (বাক্য রচনা):
- ঙ. দমন করা কষ্টকর (এক কথায় প্রকাশ):
৪৬. Change the following words/sentences as directed:
৫
- a. At variance with (Make sentence).
- b. By and by (Make sentence).
- c. You must obey your parents (Make it negative).
- d. What do you want? (Change the voice).
- e. "I' will pay for it", said Daliah (Make indirect spech)
৪৭. একজন দোকানদার ক্রয়মূল্যের উপর ৪৫% লাভ রেখে বাকিতে জিনিস বিক্রি করেন। কিন্তু নগদ মূল্য পেলে ক্রেতাকে উক্ত বিক্রয়মূল্যের উপর ৫% বাদ দিয়ে থাকেন। দোকানদার নগদ মূল্যে একটি জিনিস বিক্রি করে ৩৭.৭৫ টাকা লাভ করেন। দোকানদার কত টাকায় জিনিসটি ক্রয় করেন ?
৫
৪৮. সমাধান করুন:
৫
3x + 2y = 7,