প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৮-(ধানসিঁড়ি)
পরীক্ষার তারিখ: ৩১ অক্টোবর, ২০০৮
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৯০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০ (৪০ মিনিট)
কোড নেম: ধানসিঁড়ি
সেট নং- ০১
জেলার নাম: ঢাকা , বরিশাল , কক্সবাজার , পটুয়াখালী , ঝালকাঠি , ভোলা , পিরোজপুর , ময়মনসিংহ , জামালপুর , ব্রাহ্মণবাড়িয়া , শরীয়তপুর ।
বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ রচনামূলক প্রশ্ন
[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৫০ ]
৪১. ইংরেজিতে অনুবাদ করুন :
১০
- ক. মাঠের অপর ধারে বৃষ্টি হচ্ছে।
- খ. গাছগুলি ঝাপসা দেখাচ্ছে।
- গ. গরুগুলি বাড়ির দিকে দৌড়ে আসছে আর কাকেরা বাসায় ফিরে যাচ্ছে।
- ঘ. বাতাস ভিজা যেন মাটির গন্ধ পাওয়া যায়।
- ঙ. কালো মেঘগুলো পূর্বদিক থেকে চলে আসছে।
- চ. পাতার মর্মরে বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ না ?
- ছ. বর্ষার ধারাটা এখন আমাদের উপর এসে পড়েছে।
- জ. আহ! কী সুন্দর!
- ঝ. বাঁশের পাতাগুলি কাঁপছে।
- ঞ. বর্ষাকালে এমন মনোরম দৃশ্য প্রায়ই দেখা যায়।
৪২. বাংলায় অনুবাদ করুন :
১০
- a. We need not fear men nor what other think of us so long as our purpose is honest.
- b. Books introduce us to the best society.
- c. A good teacher, discovers the treasure hidden inside each student.
- d. This is the order of the day.
- e. He began to work hard lest he should fail.
- f. The problem is too complicated for me to solve.
- g. No sensible man can appreciate molestation of women.
- h. For many people, a spell of working abroad can be a period of self-discovery.
- i. Between these two situations lie many other possibilities.
- j. Working opportunities abroad from grape picking to casual work may be exciting.
৪৩. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. যুব সমাজের অবক্ষয়
- খ. একটি আনন্দদায়ক ভ্রমণ
৪৪. নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. Childhood Experience
- খ. A Sad Day
৪৫. ভাব ঠিক রেখে নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন করুন:
৫
- ক. নিষ্পাপ (সন্ধি-বিচ্ছেদ);
- খ. মনমাঝি (ব্যাসবাক্যসহ সমাসের নাম):
- গ. উদ্ধত (বিপরীত শব্দ)
- ঘ. একাদশে বৃহস্পতি ( বীক্য রচনা)
- ঙ. উপকারীর অপকার করে যে (এক কথায় প্রকাশ)
৪৬. Change the following words/sentences as directed:
৫
- a. A man of letters (Make sentence)
- b. On the plea of (Make sentence)
- c. He is too weak to walk (Make it negative)
- d. We are digging a conal (Change the voice)
- e. He said to me, "Don't do this" (Make indirect speech)
৪৭. একজন দোকানদার ক্রয়মূল্যের উপর ৩৫% লাভ রেখে বাকিতে জিনিস বিক্রি করেন। কিন্তু নগদ মূল্য পেলে ক্রেতাকে উক্ত বিক্রয় মূল্যের ১০% বাদ দিয়ে থাকেন। নগদ মূল্যে বিক্রি করলে তাঁর কত লাভ হয় ?
৫
৪৮. সমাধান করুন:
৫
6 (x + y) + 1 = 0, 6xy + 1 = 0