প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৭-(সিলেট বিভাগ)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৭-(সিলেট বিভাগ)

পরীক্ষার তারিখ : ০৭ সেপ্টেম্বর, ২০০৭
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৯০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০

বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ রচনামূলক প্রশ্ন

[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৫০ ]

৪১. ইংরেজিতে অনুবাদ করুন : ১০
  • ক. জাপানকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়।
  • খ. স্ত্রীলোক সাধারণত বিশ্বাসপ্রবণ।
  • গ. শিক্ষক বালকটিকে কানে ধরে টানলেন।
  • ঘ. সে গতকল্য বাড়ি আসিয়াছে।
  • ঙ. আমি গত পরশু চিঠিটি পেয়েছি।
  • চ. সে কদাচিৎ মনোযোগের সাথে পড়ে।
  • ছ. বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে।
  • জ. তার মৃত্যু সংবাদ আমাদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো এলো। .
  • ঝ. টেলিফোন যন্ত্রটি বিকল হয়েছে।
  • ঞ. যতক্ষণ আমি ফিরে না আসি ততক্ষণ অপেক্ষা কর। .
৪২. বাংলায় অনুবাদ করুন : ১০
  • a. Did you see anybody standing at the door?
  • b. It has been raining heavily for two hours.
  • c. As soon as I reached the station the train left.
  • d. I shall finish reading the book by fives o'clock in the afternoon.
  • e. How difficult it is to get on well with all.
  • f. Where there is a will, there is a way.
  • g. It is quarter to two now.
  • h. I would rather die than steal.
  • i. It is a long story.
  • j. The colour is fast indeed.
৪৩. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
  • ক. গ্রীন হাউস প্রভাব
  • খ. ই-মেইল
  • গ. গ্রাম্য হাট
৪৪ . নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
  • ক. Asrayan Project
  • খ. A Flower Garden
  • গ. A Fountain Pen
৪৫. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন করুন :
  • ক. জীবন বীমা (ব্যাসবাক্যসহ সমাসের নাম)
  • খ. গোঁফ খেজুরে (বাক্য রচনা)
  • গ. প্রীতি (অর্ধ তৎসম)
  • ঘ. ভূর্ধ্ব (সন্ধি বিচ্ছেদ)
  • ঙ. যে পুরুষের বিয়ে হয়েছে (এক কথায় প্রকাশ)
৪৬. Change the words/sentences as per instruction:
  • a. To live first (make sentence)
  • b. The parcel contains important materials. (make sentence)
  • c. I (see) him recently. (use right form of verb).
  • d. This is not an example to be cited. (Interrogative).
  • e. He is not less intelligent than any other man. (positive).
৪৭. ক-এর টাকা খ এর টাকার দ্বিগুণ এবং খ-এর টাকা গ-এর টাকার অংশ। ক ও গ-এর টাকার অনুপাত কত ?
৪৮. সমাধান করুন:
1 x + 1 x = 9 20
নবীনতর পূর্বতন