প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৭-(চট্টগ্রাম বিভাগ)
পরীক্ষার তারিখ : ০৭ সেপ্টেম্বর, ২০০৭
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৯০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০
বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ রচনামূলক প্রশ্ন
[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৫০ ]
৪১. ইংরেজিতে অনুবাদ করুন :
১০
- ক. গত বুধবার থেকে তিনি অসুস্থ আছেন।
- খ. কলম দুইটির একটিতেও চলবে না।
- গ. তুমি কার সাথে কথা বলছিলে?
- ঘ. আমি পড়া অপেক্ষা লেখা অধিকতর পছন্দ করি।
- ঙ. ডাক্তার আসার পর রোগীটি মারা গেল।
- চ. তিনি দীর্ঘজীবী হোন।,
- ছ. মাছ উড়তে পারে না, পারে কী?
- জ. তোমার এই কাজটি করা উচিত ছিল। .
- ঝ. সে বলল যে, সে বাড়ি যাবে।
- ঞ. যদি আমি ধনী হতাম, তবে গরিবদের সাহায্য করতাম। .
৪২. বাংলায় অনুবাদ করুন :
১০
- a. Both you and your brother have done the work.
- b. The child came to me laughing.
- c. The boys played football in the field yesterday.
- d. We expect his presence.
- e. Alas! What a pitious sight is this.
- f. He will have reached the station before it begins to man.
- g. I prefer milk to tea.
- h. Did the boy lie on the grass?
- i. Have you been living in this house for two years?
- j. Mother will come round very soon.
৪৩. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. বাংলাদেশের পোশাক শিল্প
- খ. দারিদ্র্য বিমোচন
- গ. ভিক্ষাবৃত্তি
৪৪ . নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. Internet
- খ. A Village Doctor
- গ. Guest Bird
৪৫. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমতো পরিবর্তন করুন:
৫
- ক. আকাশে চাঁদ উঠেছে (কারক ও বিভক্তি নির্ণয়)
- খ. লাভ করার ইচ্ছা (এক কথায় প্রকাশ)
- গ. ত্রিফলা (ব্যাসবাক্যসহ সমাসের নাম)
- ঘ. বিলাত (বিশেষণ)
- ঙ. কিন্তু (সন্ধিবিচ্ছেদ)
৪৬. Change the following words/sentences as per instruction:
৫
- a. He said to the boy, 'Do not go away' (indirect)
- b. Bashar is cleverer than Bashet (positive)
- c. Tell me the truth (complex)
- d. As if (make sentence)
- e. He may come today morning (correct)
৪৭. যদি ডালের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে ডালের ব্যবহার শতকরা কত কমালে ডাল বাবদ কোন খরচ বৃদ্ধি পাবে না ?
৫
৪৮. a²x - ab = a হলে এর মান কত ?
৫