প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০০৩ (বরিশাল বিভাগ)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০০৩ (বরিশাল বিভাগ)

পরীক্ষার তারিখ : ১৭ অক্টোবর, ২০০৩
সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৭০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৩৫

বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ (রচনামূলক)-৩৫

[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]

৩৬. ইংরেজিতে অনুবাদ করুন :

সূর্য আমাদেরকে আলোক ও উত্তাপ দেয় । সূর্য দেখতে একটি ছোট থালার ন্যায় । কিন্তু প্রকৃতপক্ষে সূর্য পৃথিবী থেকে অনেক বড় । পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে । কেবল দিনের বেলায় সূর্যকে আকাশে দেখা যায় ।

৩৭. বাংলায় অনুবাদ করুন :

Milk is an ideal food. So it is called an ideal food because it contains all the vitamins . The we want to get pure milk. we should be kind to our domestic animals.

৩৮. নিচের যে কোনো একটি বিষয়ের ওপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন :
  • ক. বৃক্ষরোপণ অভিযান
  • খ. চৈত্রের দুপুর
  • গ. স্বাস্থ্যই সম্পদ
৩৯. নিচের যে কোনো একটি বিষয়ের ওপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন :
  • ক. A Rainy day
  • খ. A village fair
  • গ. Air pollution
৪০. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমতো পরিবর্তন করুন :
  • ক. বনস্পতি ( সন্ধি বিচ্ছেদ )
  • খ. তেমাথা ( ব্যাসবাক্যসহ সমাসের নাম )
  • গ. দুধের মাছি ( বাক্য রচনা )
  • ঘ. বাদী ( বিপরীত শব্দ )
  • ঙ. ফল পাগলে গাছ মরে যায় ( এক কথায় প্রকাশ )
৪১. (i) Make sentence with:
  • a. Keep of
  • b. look after
  • c. At sixes and sevens
  • (ii) Change the gender of-
  • d. Ram:
  • e. Maid:
৪২. ৫ জন বালকের বয়সের গড় ১০ বছর । ঐ দলে আরো দুই জন বালক যোগ দিলে তাদের বয়সের গড় হয় ১২ বছর । যোগদানকারী বালক দু’জন যদি সমবয়সী হয়, তবে তাদের প্রত্যেকের বয়স কত ?
أحدث أقدم