প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০০১ (সকল বিভাগ)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০০১ (সকল বিভাগ)

পরীক্ষার তারিখ : ১৪ সেপ্টেম্বর, ২০০১
সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৮০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০

বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ (রচনামূলক)-৪০

[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]

৪১. ইংরেজিতে অনুবাদ করুন :
৪২. বাংলায় অনুবাদ করুন :
৪৩. নিম্নের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন:
  • ক. শিক্ষাই জাতির মেরুদণ্ড
  • খ. অসি অপেক্ষা মসী অধিকতর শক্তিমান
  • গ. মানুষ বাঁচে তাহার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে
৪৪. নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন:
  • ক. The Postman
  • খ. Summer Season in Bangladesh
  • গ. Discipline
৪৫. উপযুক্ত শব্দ বসিয়ে শৃন্যস্থান পূরণ করুন:
  • ক. আমার এ চাকরি হয়েছে উভয় সংকট ছাড়লেও বিপদ, রাখলেও বিপদ।
  • খ. ও সন্ন্যাসী না আর কিছু, আসলে একটা বিড়াল তপস্বী।
  • গ. বিনা টিকেটে ট্রেনে চেপে আক্কেল সেলামীটা ভালোই হলো।
  • ঘ. সুখের দিনে অমন দুধের মাছি কত দেখা যায়।
  • ঙ. এদিকে ছেলে চাকরি পেল, আবার প্রাইজবন্ডে পেলে প্রথম পুরস্কার, এখন তো তোমার পোয়াবারো
৪৬. Make sentences with the following:
  • a. Pass away (মারা যাওয়া):
  • b. Look after (দেখাশোনা করা):
  • c. Set aside (সরিয়ে রাখা):
  • d. Fall back (পশ্চাদপসরণ করা):
  • e. Take down (টুকিয়া লওয়া):
৪৭. রায়হানা বেগম মৃত্যুকালে 24075 টাকা রেখে মারা গেলেন। দাফন কার্যে 675 টাকা ব্যয় হলো। অবশিষ্ট টাকা স্বামী, মা এবং কন্যাদ্বয়ের মধ্যে 1 4 : 1 6 : 2 3 অনুপাতে বিভক্ত হলো। প্রত্যেক কন্যা কত পাবে ?

রায়হানা বেগম 24075 টাকা রেখে মারা যান। দাফনকার্যে 675 টাকা খরচ হয়।
অতএব, অবশিষ্ট টাকা = (24075 - 675) টাকা = 23400 টাকা।
স্বামী, মা ও দুই কন্যার মধ্যে টাকার অনুপাত 1 4 : 1 6 : 2 3
অনুপাতগুলোকে পূর্ণসংখ্যায় পরিণত করতে, তাদের হরগুলোর ল.সা.গু. দিয়ে গুণ করতে হবে। 4, 6 ও 3 এর ল.সা.গু. 12 ।
1 4 : 1 6 : 2 3 = 1 4 × 12 : 1 6 × 12 : 2 3 × 12 = 3:2:8
অনুপাতের যোগফল = 3 + 2 + 8 = 13 ।
দুই কন্যার মোট অংশ = 23400 × 8 13 টাকা = 14400 টাকা।

অতএব, প্রত্যেক কন্যা পাবে 14400 ÷ 2 টাকা = 7200 টাকা।
উত্তর: প্রত্যেক কন্যা 7200 টাকা পাবে।

أحدث أقدم