বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: সাধারণ জ্ঞান (বাংলাদেশ অংশ)
অধ্যায়: বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (১৩৭)
১. হাজী মুহাম্মদ মহসিনের বাড়ি কোথায় ? [মেডিকেল ভর্তি পরীক্ষাঃ ০৩-০৪ ]
- হুগলী
- মুর্শিদাবাদ
- রাজশাহী
- মেদেনীপুর
২. সমাজসেবক হলেও সমাজ সংস্কারক নন [জাতীয় বিশ্ববিদ্যালয়, মানবিকঃ ০৪-০৫ ]
- রাজা রামমোহন রায়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- হাজী মুহম্মদ মুহসীন
- বেগম রোকেয়া
৩. মুসলিম শিক্ষা প্রসারে সম্পত্তি দান করেছেন কে ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ: ০৯-১০ ]
- সৈয়দ আমির আলী
- নওয়াব আবদুল লতিফ
- হাজী মোহাম্মদ মহসিন
- হাজী শরীয়তউল্লাহ
৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন – [ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা : ০৩ ]
- ১৭৯৬ সালে
- ১৮০২ সালে
- ১৮২০ সালে
- ১৮৪৮ সালে
৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম— [জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক : ০১ ]
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- ঈশ্বর শর্মা
- ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়
৬. ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান ‘বিদ্যাসাগর' উপাধি প্রদান করে ? [আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদঃ ০৭/ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইসলামী ইতিহাস ও সংস্কৃতি): ০৫-০৬ ]
- প্রেসিডেন্সি কলেজ
- সংস্কৃত কলেজ
- বিদ্যাসাগর কলেজ
- কলকাতা বিশ্ববিদ্যালয়
৭. হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক - [গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী - মেকানিক্যাল এন্ড পাওয়ার : ৯৯ ]
- রাজা রামমোহন রায়
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- মিসেস সরোজিনী নাইডু
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৮. ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন- [জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০৬-০৭/ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০২-০৩ ]
- রাজা রামমোহন রায়
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- কেশবচন্দ্র সেন
- স্বামী বিবেকানন্দ
৯. রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন- [জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০৭-০৮ ]
- প্রেস অর্ডিন্যান্স
- নীল চাষ
- নীল কমিশন
- রাইফেল ব্যবহার
১০. ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে ? [জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৫-০৬ ]
- একে ফজলুল হক
- স্যার সৈয়দ আহমদ খান
- নবাব সলিমুল্লাহ
- আবুল কালাম আজাদ
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0