আপেক্ষিক তত্ত্ব MCQ প্রশ্ন উত্তর অনুশীলন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: দৈনন্দিন বিজ্ঞান
অধ্যায়: আপেক্ষিক তত্ত্ব MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (০৮)

১. ‘থিওরি অব রিলেটিভিটি' এর প্রণেতা- [দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শকঃ ০৪/ দূর্নীতি দমন ব্যুরোর পরিদর্শকঃ ০৩/ সাব-রেজিস্টারঃ ০৩ ]

  • আইজ্যাক নিউটন
  • আলবার্ট আইনস্টাইন
  • চার্লস ডারউইন
  • আঁদ্রে শাখারভ

২. আপেক্ষিকতাবাদের আবিষ্কারক কে ? [প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তাঃ ০৪ ]

  • গ্যালিলিও
  • ডারউইন
  • নিউটন
  • আইনস্টাইন

৩. E = m c 2 সূত্রের আবিষ্কারক- [সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬/শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম পরিদপ্তরের প্রভাষক, শিল্প সম্পর্ক শিক্ষায়তনঃ ০৫ ]

  • গ্যালিলিও
  • কোপার্নিকাস
  • আর্কিমিডিস
  • আইনস্টাইন

৪. আলবার্ট আইস্টাইনের প্রধান অবদান হল- [ রাষ্ট্রায়ত্ত ব্যাংক অফিসারঃ ৯৯ ]

  • কম্পিউটার টেকনোলজি
  • ল'জ অব মেশিন
  • থিওরি অব রিলেটিভিটি
  • এরোপ্লেন আবিষ্কার

৫. E = m c 2 কোন থিওরীর একটি ফরমূলা ? [মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে সহকারী পরিসংখ্যান কর্মকর্তা, ২য় শ্রেণী : ৯৮/বন ও পরিবেশ মন্ত্রণালয়ে সহকারী পরিচালকঃ ৯৫ ]

  • বসু-আইনস্টাইন পরিসংখ্যান
  • আইনস্টাইনের থিউরি অব রিলেটিভিটি
  • বিগ ব্যাং থিউরী
  • রোজারের সিংগুলারিটি থিওরী

৬. আইনস্টাইনের পদার্থ ও শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র হলো- [ সাব-রেজিস্ট্রারঃ ০১ ]

  • E = mc
  • E = m 2 c 2
  • E = m c 2
  • E = 1 2 m 2 c 2

৭. কোন বাঙ্গালী বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনের সাথে যুক্তভাবে একটি তত্ত্ব দিয়েছিলেন ? [জাতীয় সংসদ সচিবালয়ের অধীন সহকারী সচিবঃ ৯৬ ]

  • মেঘনাধ সাহা
  • সত্যেন্দ্রনাথ বসু
  • জগদীশ চন্দ্র বসু
  • আর মহলানবীশ

৮. প্রখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনের নামের সঙ্গে যে বাংলাদেশী বৈজ্ঞানিকের নাম জড়িত - [ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তাঃ ০৩/ পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন সহ: পরিচালকঃ ০০ ]

  • ড. মতিন চৌধুরী
  • ড. কাজী মোতাহার হোসেন
  • কুদরত-ই-খোদা
  • প্রফেসর এম. এন. বোস
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
নবীনতর পূর্বতন