বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: দৈনন্দিন বিজ্ঞান
অধ্যায়: ব্যাপন, অভিস্রবণ, শোষণ, পরিবহন ও প্রস্বেদন MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (১৩)
১. উদ্ভিদের বায়বীয় অংশ হতে পানি হারানোর জন্য দায়ী কে ? [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক ২০১৩ ]
- শ্বসন
- ব্যাপন
- নিষেক
- শোষণ
২. ‘অসমোসিস’ শব্দটির অর্থ কী ? [প্রাণি সম্পদ অধিদপ্তরের অধীনে ভিএফ/ এফ এ/ কম্পাউন্ডার পদে নিয়োগ পরীক্ষা- ২০২০ ]
- ব্যাপন
- অভিস্রবণ
- পানি শোধণ
- প্রস্বেদন
৩. উদ্ভিদ মূলরোমের সাহায্যে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায় ? [দুর্নীতি দমন কমিশনের অধীনে সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]
- শ্বসন
- ব্যাপন
- ইমবাইবিশন
- অভিস্রবণ
৪. সূর্যের প্রখর উত্তাপেও গরম হয় না কোনটি ? [তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার ২০১৩ / জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১২/গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী, মেকানিক্যাল এন্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিংঃ ৯৯ ]
- গাছের পাতা
- বায়ুমণ্ডল
- গাছের ফল
- মাটি
৫. শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝরে যায় কেন ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ০১/ পাবলিক সার্ভিস কমিশনে সহকারী পরিচালকঃ ৯৪]
- খাদ্যের অভাবে
- শ্বসনের হার কমাতে
- অভিস্রবণ কমাতে
- প্রস্বেদন কমাতে
৬. শীতকালে প্রস্বেদন কম হয়, কারণ- [ থানা নির্বাচন অফিসার : ০৪]
- আর্দ্রতা কম থাকে
- পত্ররন্ধ্র বন্ধ থাকে
- পাতা ঝরে যায়
- সবগুলোই
৭. কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন ? [মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে উপজেলা মহিলা কর্মকর্তাঃ ০৫/ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের সহকারী পরিদর্শকঃ ০৫/ সহকারী থানা শিক্ষা অফিসারঃ ০৪/ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সহকারী শ্রম অফিসারঃ ০৩/ থানা শিক্ষা অফিসারঃ ১৬ ]
- প্রস্বেদন রোধ করার জন্য
- শ্বসন বন্ধ করার জন্য
- অভিস্রবণ ত্বরান্বিত করার জন্য
- সালোকসংশ্লেষণের উপযোগী করে তোলার জন্য
৮. প্রস্বেদন পাতার একটি- [ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা-২০১৪ ]
- বিশেষ কাজ
- স্বাভাবিক কাজ
- অসম্পূর্ণ কাজ
- আদৌ পাতার কাজ নয়
- কোনোটিই নয়
৯. ২. উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে- [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩/(প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ যমুনা/প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ - সিলেট/প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, - ঢাকা বিভাগঃ ০৭/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, খুলনা বিভাগঃ ০৬ ]
- প্রস্বেদন
- বাষ্পীভবন
- শ্বসন
- ব্যাপন
১০. ৩. লেন্টিকুলার প্রস্বেদন উদ্ভিদের কোন অংশে হয় ? [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ০১ ]
- মূল
- পাতা
- কাণ্ড
- ফুল
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0