অধাতব পদার্থসমূহের MCQ প্রশ্ন উত্তর অনুশীলন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: দৈনন্দিন বিজ্ঞান
অধ্যায়: অধাতব পদার্থসমূহের MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (৮১)

১. গ্রাফিন (graphene) কার বহুরূপী ? [৪১তম বিসিএস ]

  • কার্বন
  • কার্বন ও অক্সিজেন
  • কার্বন ও হাইড্রোজেন
  • কার্বন ও নাইট্রোজেন

২. প্রকৃতিতে সবচেয়ে শক্ত/ কঠিন পদার্থ কোনটি ? [ ২৩তম বিসিএস/১৮ তম বিসিএস /জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১৫/সেকেন্ডারি এডুকেশন সেক্টর প্রোগ্রাম উপজেলা/থানা একাডেমিক সুপারভাইজার ২০১৫/রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাঃ ২০১১-গোলাপ/ গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল)-২০১১/ বিদুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী ২০১২/ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার ২০১২/সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার-২০১০]

  • পিতল
  • হীরা
  • ইস্পাত
  • গ্রানাইট

৩. কার্বন ব্যতীত আর কোন মৌলে ক্যাটেনেশন দেখা যায় ? [ শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি-এর সহকারী রসায়নবিদ ২০১৮]

  • Al
  • Ga
  • In
  • Si

৪. সবচেয়ে শক্ত পদার্থ কোনটি ? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১৩]

  • লৌহ
  • ইস্পাত
  • হীরক
  • পাথর

৫. সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয় তার নাম কি ? [বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৪ ]

  • মিথেন
  • ইথেন
  • প্রোপেন
  • বিউটেন

৬. কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে ? [পররাষ্ট্র মন্ত্রণালয়ঃ প্রশাসনিক কর্মকর্তা ২০১৯ ]

  • সালফার
  • গ্রাফাইট
  • ফসফরাস
  • সিলিকন

৭. বহুরূপী মৌল কোনটি ? [ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ) ২০১৮/ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ঢাকা বিভাগ) : ০৭]

  • কার্বন
  • সোডিয়াম
  • ক্যালসিয়াম
  • অ্যালুমিনিয়াম

৮. হীরক কোন মৌলের একটি বিশেষ রূপ ? [ ইসলামী ব্যাংক সহকারী অফিসার, গ্রেড-৩: ০৮/ গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক, গণযোগাযোগ প্রশিক্ষণঃ ০৩/ আবহাওয়া অধিদপ্তরের অধীন সহকারী আবহাওয়াবিদঃ ০০]

  • স্বর্ণ
  • প্লাটিনাম
  • সিলিকন
  • কার্বন

৯. নিচের কোনটি কার্বনের বহুরূপ ? [তুলা উন্নয়ন বোর্ডর কর্মকর্তাঃ ০৬ ]

  • স্বর্ণ
  • হীরক
  • ইউরেনিয়াম
  • প্লাটিনাম

১০. হীরায় কাঁচ কাটা যায় কেন ? [কারা তত্ত্বাবধায়কঃ ০৬ / পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন রিসার্চ অফিসারঃ ০1 ]

  • নরম পদার্থ বলে
  • কঠিনতম পদার্থ বলে
  • ভঙ্গুর পদার্থ বলে
  • তরল পদার্থ বলে
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
أحدث أقدم