স্থিতিস্থাপকতা (পদার্থ বিজ্ঞান ) MCQ প্রশ্ন উত্তর অনুশীলন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: দৈনন্দিন বিজ্ঞান
অধ্যায়: স্থিতিস্থাপকতা (পদার্থ বিজ্ঞান ) MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (১১)

১. কোনটি বেশি স্থিতিস্থাপক ? [ বাতিলকৃত ২৪তম বিসিএস / বিআরডিবি'র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১২/রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক২০১১- হাসনাহেনা]

  • ইস্পাত
  • রাবার
  • কাঁচ
  • পানি

২. SI unit এ পীড়নের একক- [সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২০১৯ ]

  • N/mm
  • kN/mm2
  • N/m2
  • সবগুলো

৩. একটি Test-এ সর্বোচ্চ বল এবং মূল প্রস্থচ্ছেদের অনুপাতকে কী বলে ? [ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২০১৯ ]

  • স্থিতিস্থাপকতার সীমা
  • ইন্ড পীড়ন
  • চরম পীড়ন
  • ব্রেকিং পীড়ন

৪. S.I system-এ modulus of elasticity-এর একক কী ? [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৯ ]

  • N/m2
  • N/cm2
  • N/mm2
  • উপরোক্ত সব

৫. একক ক্ষেত্রে উপর প্রযুক্ত বলকে বলে— [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯ ]

  • pressure
  • strain
  • surface tension
  • কোনেটিই নয়

৬. সবচেয়ে বেশি elastic কোনটি ? [বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী, মেকানিক্যালঃ ০৬ ]

  • ইস্পাত
  • পিতল
  • তামা
  • দস্তা

৭. নিম্নের কোন পদার্থটির স্থিতিস্থাপকতা বেশি ? [বাংলাদেশ রেলওয়ের উপসহকারী (সিভিল) ২০১৬ ]

  • রাবার
  • ইস্পাত
  • লোহা
  • তামা

৮. কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি ? [ ২০তম বিসিএস পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার ২০১২/পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তাঃ ০৬]

  • রাবার
  • এলুমিনিয়াম
  • লৌহ
  • তামা

৯. কোন বস্তুটির স্থিতিস্থাপকতা কম ? [জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো উপসহকারী পরিচালকঃ ০১ ]

  • লোহা
  • তামা
  • রাবার
  • এলুমিনিয়াম

১০. Rubber is notable for its.......... [২৮তম বিসিএস ]

  • lightness
  • heaviness
  • elasticity
  • viscosity
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
أحدث أقدم