বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: তারাশঙ্কর বন্দোপাধ্যায় mcq প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (০৬)
১. 'হাঁসুলী বাঁকের উপকথা' কার লেখা ? [বিসিআইসি'র সহকারী ব্যবস্থাপক:১১ ]
- মানিক বন্দোপাধ্যায়
- শরৎচন্দ্র বন্দোপাধ্যায়
- তারাশঙ্কর বন্দোপাধ্যায়
- বিভূতিভূষন বন্দোপাধ্যায়
২. 'ডাকহরকরা' গল্পটির রচয়িতা কে ? [ পোস্টাল অপারেটর(পূর্বাঞ্চল, চট্রগ্রাম):১৬ ]
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- তারাশঙ্কর বন্দোপাধ্যায়
৩. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি ? [৪০তম বিসিএস ]
- একটি কালো মেয়ের কথা
- তেইশ নম্বর তৈলচিত্র
- আয়নামতির পালা
- ইছামতী
৪. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী ? [ ৪১তম বিসিএস]
- চৈতালী ঘূর্ণি
- রক্তের অক্ষর
- বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
- ১৯৭১
৫. 'পঞ্চগ্রাম' উপন্যাস কে লিখেছেন ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা: ২২ ]
- সৈয়দ মুজতবা আলী
- তারাশঙ্কর বন্দোপাধ্যায়
- শওকত আলী
- মানিক বন্দ্যোপাধ্যায়
৬. 'মস্কোতে কয়েকদিন' নামক ভ্রমণ কাহিনীর রচয়িতা কে ? [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২২ ]
- সৈয়দ মুজতবা আলী
- তারাশঙ্কর বন্দোপাধ্যায়
- ড. মুহাম্মদ এনামুল হক
- অন্নদাশঙ্কর রায়
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0