মুনীর চৌধুরী MCQ প্রশ্ন উত্তর অনুশীলন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: মুনীর চৌধুরী MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (২৪)

১. মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি ? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ১৫]

  • পলাশী ব্যারাক
  • ফিট কলাম
  • রূপার কৌটা
  • রক্তাক্ত প্রান্তর

২. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ একটি— [ ৩৮তম বিসিএস ]

  • উপন্যাস
  • ছোটগল্প
  • প্রবন্ধ
  • অনুবাদ নাটক

৩. ‘রক্তাক্ত প্রান্তর’ নাটক কোন পটভূমিতে লিখিত ? [ জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা কর্মকর্তা : ১০]

  • পানি পথের যুদ্ধ
  • পাক-ভারত যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • ইরান-ইরাকের যুদ্ধ

৪. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারীর পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের রচয়িতা কে ? [ ২১তম/১৮তম বিসিএস]

  • জসীম উদ্দিন
  • নজরুল ইসলাম
  • মুনীর চৌধুরী
  • দ্বিজেন্দ্রলাল রায়

৫. মুনীর চৌধুরী রচিত ‘কবর’ কোন শ্রেণির রচনা ? [উপ খাদ্য পরিদর্শক : ১২ ]

  • কবিতা
  • নাটক
  • প্রবন্ধ
  • ছোটগল্প

৬. কবর নাটকটি সর্বপ্রথম কোথায় অভিনীত হয় ? [ জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা কর্মকর্তা : ১০]

  • বাংলা টেলিভিশনে
  • কেন্দ্রীয় শহীদ মিনারে
  • ঢাকা কেন্দ্রীয় কারাগারে
  • রমনা বটমূলে

৭. ‘কবর’ নাটকের রচয়িতা ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৯]

  • শহীদুল্লাহ কায়সার
  • জহির রায়হান
  • মুনীর চৌধুরী
  • সত্যেন সেন

৮. নিচের কোন নাটকটি মঞ্চায়ন করা হয় একটি কারাগারে ? [ ঢাকা বিশ্ববিদ্যালয় ( খ ইউনিট ) : ২০০১-০২]

  • কারাগার
  • কবর
  • নীলদর্পণ
  • সিরাজউদ্দৌলা

৯. মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের পটভূমি হলো- [ মাধ্যমিক সহকারী শিক্ষক : ১৯]

  • পানিপথের তৃতীয় যুদ্ধ
  • ১৯৭১-এর মুক্তিযুদ্ধ
  • ১৯৫২ এর ভাষা আন্দোলন
  • উপরের কোনটিই নয়

১০. মুনীর চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন কোন বিখ্যাত নাটকটি লিখেছিলেন ? [জাতীয় সংসদ সচিবালয়ের অধীনে সহকারী সচিব : ৯৬ ]

  • শঙ্খনীল কারাগার
  • কবর
  • নুরুলদীনের সারা জীবন
  • সেনাপতি
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
নবীনতর পূর্বতন